ময়মনসিংহ

আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের ফ্রি ব্লাড টেস্ট

  প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ১২:৩২:৫৩ প্রিন্ট সংস্করণ

এনামুল হক ছোটনঃ

“সুস্থ দেহেই সুস্থ মন”এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে স্থানীয় ৩টি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে ব্লাড টেস্ট কর্মসূচি। ৩টি স্কুলের প্রায় ১৮০০ জন ছাত্র-ছাত্রীদের ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।

গতকাল সোমবার (২৫ আগষ্ট) সকালে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ১৮০০ শিক্ষার্থী অংশ নেয়। সকাল থেকেই নিজ নিজ স্কুলে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে রক্ত পরীক্ষা করায়। ব্লাড গ্রুপ নির্ণয় বিনামূল্যে সম্পন্ন হয়।
আফজাল হোসেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাখাওয়াত হোসেন ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, মানবতার সেবায় রক্তদান একটি মহৎ কাজ। আজকের এই বিনামূল্যের ব্লাড টেস্ট কর্মসূচি শুধু স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেই নয়, ভবিষ্যতে অসংখ্য মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ প্রজন্ম যদি নিয়মিত রক্ত পরীক্ষা করে এবং প্রয়োজনের সময় রক্ত দানে এগিয়ে আসে, তবে সমাজ আরও সুস্থ ও মানবিক হয়ে উঠবে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আশা করি এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজন করা হবে।

একজন শিক্ষার্থী আবেগভরে বলেন, আমরা তো জানতামই না আমাদের রক্তের গ্রুপ কী। আজকের এই টেস্টের মাধ্যমে সেটা জানতে পেরেছি। ভবিষ্যতে প্রয়োজনে কাউকে রক্ত দিতে হলে আর সমস্যায় পড়তে হবে না।

আফজাল হোসেন স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাখাওয়াত হোসেন ফরহাদ জানান, প্রয়াত আফজাল হোসেনের স্মৃতি ধরে রাখতে এবং সমাজের অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এ ধরনের কার্যক্রম নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামীতে আমরা প্রতিটি স্কুলে পর্যায়ক্রমে এই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই।
শিক্ষার্থীদের অভিভাবকরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান সময়ে চিকিৎসার খরচ যেখানে অনেক বেশি, সেখানে বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা পাওয়া সত্যিই প্রশংসনীয়। এমন মহতী উদ্যোগে শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি জাহাঙ্গীর সহ ৩টি স্কুলের শিক্ষার্থী সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content