প্রতিনিধি ২৭ আগস্ট ২০২৫ , ৩:৪২:১৯ প্রিন্ট সংস্করণ
মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

পার্বত্য তিন জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা, ৬১ জেলার ন্যায় রাঙ্গামাটি- খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা চালু করা এবং রাজার সনদ বাতিলের দাবীতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৬আগস্ট বুধবার সকালে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো.মজিবর রহমান, কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো.শাহজালাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো.আলম, সাধারণ সম্পাদক মো: নাছির উদ্দিন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান পৌর শাখার নেতা মো:এরশাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান সমন্বয়ক আসিফ ইকবাল’ সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলার চাইতে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন আইন ব্যবস্থাপনায় নানারকম সমস্যা সৃষ্টি হচ্ছে। পার্বত্য তিন জেলায় বাজারফান্ড ভুক্ত জমি গুলো লীজ দেয়া হলেও তার জন্য কোন ব্যাংক ঋন দেয়া হচ্ছে না, আর এতে ক্ষুদ্র ব্যবসায়ী এবং নতুন নতুন উদ্যোক্তারা নানাবিধ সমস্যায় প্রতিনিয়ত জর্জরিত হচ্ছে। বান্দরবান পার্বত্য জেলায় ভূমি ব্যবস্থাপনা চালু করা এবং রাজার সনদ বাতিল করতে হবে।

















