প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৫ , ১২:২৬:৫৬ প্রিন্ট সংস্করণ
মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটির লংগদু উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ লংগদু সরকারি মডেল কলেজ,র, ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন সহকারী অধ্যাপক ওসমান গনি।
২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টায় কলেজ অফিস কক্ষে কলেজের সহকারি অধ্যাপক ওসমান গনিকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক, কর্মচারী ইবনে সিনা ট্রাস্ট এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লংগদু উপজেলা শাখ।
এসময় উপস্থিত ছিলেন লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীন, সহাকরি অধ্যাপক রোকেয়া আক্তার, প্রভাষক ড. প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য যে অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ ৬ ফেব্রুয়ারী ২০২৩ সনে অবসরে যাওয়ার পর থেকে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন অধ্যাপক আজগর আলী, গত ২২ সেপ্টেম্বর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সহকারি অধ্যাপক ওসমান গনিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে একটি পরিপত্র জারি করেন তারই আলোকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করেন অধ্যাপক ওসমান গনি।

















