প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ১২:৩৫:১৩ প্রিন্ট সংস্করণ
সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতাঃ

ফরিদপুরের সদরপুরে ৩ জন দুর্বৃত্তের একটি দল একটি ইজিবাইক ছিনতাই করে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১ জন ছিনতাইকারী আটক করা সহ ছিনতাইকৃত ইজিবাইকটি উদ্ধার করে সদরপুর থানা পুলিশ। ইজিবাইক চালক মারধরের শিকার হয়েছেন। গ্রেফতারকৃত ছিনতাইকারী সদরপুর উপজেলার চরনাসিরপুর ইউনিয়নের মফিজদ্দিন হাজী ডাঙ্গীর বাচ্চু হাওলাদারের পুত্র শরীফুল হাওলাদার (৩০)। অপর দুইজন ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে আসামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় উপজেলার শৌলডুবী এলাকায় গমের রাস্তার মাথায় মেইনরোডে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে।
ইজিবাইক চালক ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামের খিদির বেপারির পুত্র দানেছ বেপারি জানান, একই দিন রাত সাড়ে ৯টায় ফরিদপুর সুপার মার্কেট থেকে ৭০০ টাকা ভাড়া চুক্তিতে সদরপুর আসার কথা বলে ইজিবাইকে উঠে এবং পথে বিভিন্ন উছিলায় কালক্ষেপণ করে রাত বেড়ে যায়। সদরপুর উপজেলার শৌলডুবি এলাকায় পৌছালে প্রস্রাব করার কথা বলে গাড়ি থামিয়ে আমার গলাচিপে ধরে মারধর করে পাশের নালায় ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়।
সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকদেব রায় এ প্রতিবেদককে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে ১ জন আসামীসহ ইজিবাইক উদ্ধার করি। এই চক্রের বাকি দুইজন সদস্য পালিয়ে যায়। এ ব্যপারে বিস্তারিত তথ্য জানতে আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

















