সারাদেশ

সদরপুরে বিনামূল্যে বীজ, সার ও প্রাণি খাদ্য বিতরণ

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৫ , ২:০৮:০৯ প্রিন্ট সংস্করণ

সদরপুর উপজেলা (ফরিদপুর) সংবাদদাতাঃ

ফরিদপুরের সদরপুরে ১ হাজার ৭ শত কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা গম খেসারি চিনাবাদাম পিঁয়াজ সূর্যমুখী মুগ ইত্যাদি রবি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়। কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকের মাঝে কৃষক প্রতি ১ কেজি সরিষা বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, মাধ্যমিক শিক্ষা (চলতি দায়িত্ব) কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিপুল সংখ্যক কৃষক ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে প্রাণি খাদ্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কার্যক্রমে ভেড়া ২৫ কেজি, ছাগল ২৫ কেজি, হাঁস ৭৬.৮ কেজি ও মুরগী পালনকারীকে ৭৫ কেজি করে ফিড সরবরাহ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

ফরিদপুরের সদরপুরে পদ্মা ও আড়িয়াল খা নদীর ভাঙন কবলিত চরাঞ্চলে বসবাসরত তালিকাভুক্ত সুফলভোগী দুঃস্থ মানুষের মাঝে প্রাণির খাদ্য বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

প্রাণির খাদ্য বিতরণ কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জল হোসেন, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং শতাধিক সুফলভোগী।

আরও খবর

Sponsered content