চট্টগ্রাম

বান্দরবানে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৫ , ৫:১৩:০০ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,বান্দরবান জেলা প্রতিনিধি:

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।

(০১নভেম্বর শনিবার)সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বান্দরবান পাবর্ত্য জেলা পরিষদ ও সমবায় বিভাগ বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গনে সমবায়ী সমাবেশের আয়োজন করা হয়, পরবর্তীতে সাড়ে১০টায় জেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিগণ জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা,ঘূর্ণায়মান ঋণের চেক ও ক্রেস্ট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওসার, পিপিএম (বার),বিশেষ অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম,বিশেষ অতিথি বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাসান।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা সমবায় কনভেনিং কমিটির আহ্বায়ক খুরশিদা ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা সমবায় অফিসার ফাতেমা বেগম। এছাড়াও বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সাংবাদিক মুহাম্মদ আলী,বালাঘাটা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আবু তাহের, সাধারণ সম্পাদক মো: শামসু,কাইচতলী হলুদিয়া হযরত মালেক শাহ: (রা:) সিএনজি মাহিন্দ্রা মালিক সমবায় সমিতির সভাপতি মো: জসিম মেম্বার’সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমবায়ীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন লেমুঝিরি আগাপাড়া মহিলা সমবায় সমিতি লি: এর সভাপতি ম্রা উ মারমা। সফল সমবায় সমিতি সমূহ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন যথাক্রমে মনির আহমদ,সাধারণ সম্পাদক, নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি:, আশুতোষ সেন, সাধারণ সম্পাদক, সুয়ালক মাঝের পাড়া সম্প্রীতি যুব সমবায় সমিতি লি:, বেলক কুমার তঞ্চঙ্গ্যা,সাধারণ সম্পাদক, রেইছা সাতকমল পাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি, সুইক্যহ্লা মার্মা (সুমন),সভাপতি, আমতলি পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি., ঘূর্ণায়মান ঋণের চেক যাঁরা পেয়েছেন যথাক্রমে বিরল তঞ্চঙ্গ্যা, সভাপতি, রেইছা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি. উহাশৈ মার্মা, সভাপতি, তংপ্রু পাড়া কৃষি সমবায় সমিতি লি:, শাহানাজ পারভীন, সভানেত্রী, মাতামুহুরী মহিলা সমবায় সমিতি লি:, রুহুল আমিন,সভাপতি, নোয়াপাড়া কৃষি কল্যাণ সমবায় সমিতি লি:, মংওয়েচিং মার্মা, সভাপতি, বলিপাড়া সিআইজি ও মাহিন্দ্রা গাড়ি মালিক সমবায় সমিতি লি:,কোয়াই মং উ মার্মা, সভাপতি, রোয়াংছড়ি পাড়া একতা কৃষি সমবায় সমিতি লি:,

এছাড়াও সমবায় সমাবেশে অংশ গ্রহণ করেন বান্দরবান বালাঘাটা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি:, ৪নং সুয়ালক ইউনিয়ন টমটম অটোরিকশা ইজিবাইক মালিক সমবায় সমিতি লি:, কাইচতলী হলুদিয়া হযরত মালেক শাহ: (রা:) সিএনজি মাহিন্দ্রা মালিক সমবায় সমিতি লিঃ, সুয়ালক লামা রোড টমটম ইজিবাইক মালিক সমবায় সমিতি লি:, সম্প্রীতি যুব সমবায় সমিতি লি:, বান্দরবান সুপার বাইক টমটম চালক কল্যাণ সমবায় সমিতি লি:, পশ্চিম বালাঘাটা কৃষক উন্নয়ন সমবায় সমিতি লিঃ।

প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে যেসব সমিতি পরিচালিত হয় সেই সীমিত গুলোকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পক্ষে থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

বান্দরবান জেলা সমবায় অফিসার ফাতেমা বেগম বলেন,”সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সবাই মিলে যদি একত্রিত হয়ে সমবায় সমিতির মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নে চেষ্টা করি তাহলে খুব সহজে বৈষম্যহীন বাংলাদেশ বেকার মুক্ত হবে।

আরও খবর

Sponsered content