প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৫ , ১:১২:৪৯ প্রিন্ট সংস্করণ
মোঃমাসুদ রানা,স্টাফ রিপোর্টারঃ

২৯৮ নং খাগড়াছড়ি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়ার সমর্থনে জেলা, উপজলা ও পৌর জিয়া পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শনিবার ২৯ নভেম্বর বিকালে খাগড়াছড়ির পৌর টাউন হলে জেলা জিয়া পরিষদের সভাপতি মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক জাহিদ ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন.আবছার, যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি সহিদুল ইসলাম সুমন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি নুরুল আফছার, সহ-সভাপতি নাছরিন আক্তার, মোশারফ হোসেন, দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক শিউলী বিশ্বাস সহ উপজেলা ও পৌর শাখা সমূহের সভাপতি- সম্পাদক সহ জেলা, উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মিবৃন্দ।

















