চট্টগ্রাম

নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের এ যাবৎ কালের সর্ববৃহৎ প্রস্তুতি: মতবিনিময় সভায় পুলিশ সুপার আবদুর রহমান

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৫ , ১২:১৪:০৪ প্রিন্ট সংস্করণ

মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

বান্দরবানে সদ্য যোগদানকৃত জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেছেন, বান্দরবান পার্বত্য জেলা সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত। এই সম্প্রীতির জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বান্দরবান জেলা পুলিশ সর্বাত্মকভাবে কাজ করবে। জেলার সব নাগরিকদের পুলিশিং সেবা দিতে আমার মোবাইল ফোন ২৪ ঘণ্টা খোলা রয়েছে। অফিসের দরজা খোলা থাকবে। নির্দ্বিধায় সেবাপ্রার্থীরা নিজেদের অসুবিধা নিয়ে আমার সঙ্গে সরাসরি কথা বলতে আসবেন।

সোমবার (১ ডিসেম্বর) জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।
এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাব সাবেক সভাপতি ও দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গনি, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি নাসিরুল আল,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন.এ জাকির,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক প্রমুখ।

নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবাগত পুলিশ সুপার বলেন, দেশের ৬৪ জেলার মতোই পার্বত্য জেলা বান্দরবানে আগামী নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য বাংলাদেশ পুলিশ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সারাদেশে ৪৩ হাজার ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় ১ লাখ ৫২ হাজার পুলিশের নির্বাচন পরিচালনাকালীন দায়িত্বশীলতা ও দক্ষতার বিষয়ে একটি ট্রিনিং চলমান আছে। যা এ যাবৎকালে অনুষ্ঠিত নির্বাচনের মধ্যে পুলিশের পক্ষ হতে সবচেয়ে বড় নির্বাচনী প্রস্তুতি।

আরও খবর

Sponsered content