প্রতিনিধি ২২ আগস্ট ২০২৫ , ৫:৩৫:২২ প্রিন্ট সংস্করণ
কিবরিয়া আহমেদ মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে উঠা রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ কুলাউড়া উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুলাউড়া উপজেলাস্থ একটি অভিজাত হোটেলে নবগত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। উক্ত পরিচিতি সভায় গণঅধিকার পরিষদ কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহবাব হোসেন হেলাল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদ এর সভাপতি ও মৌলভীবাজার-রাজনগর-৩ আসনের এম পি প্রার্থী অপু রায়হান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শিপন, সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো, মখলিছুর রহমান, নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আইয়ুব আলী সহ কুলাউড়া উপজেলা গণঅধিকার পরিষদ এর সর্বস্থরের নেতা কর্মীগণ।
এসময় সিরাজুল ইসলাম শিপন বলেন, গণঅধিকার পরিষদ দেশের মানুষের অধিকার নিয়ে কাজ করে, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, গণঅধিকার পরিষদ কোন প্রকার তদবির বানিজ্যের সাথে সম্পৃক্ত নয়, কোন চাঁদা বাজিতে জড়িত নয়, সুতরাং নিবন্ধন রাজনৈতিক স্বচ্ছ দল হিসেবে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

















