প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৫ , ৮:৩৩:৩০ প্রিন্ট সংস্করণ
রায়হান উদ্দিন :-কক্সবাজার

উত্তর বড়ঘোপ সৈকত সংঘের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন (নুটু) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সেলিম আলতাফ।
কমিটির অন্য পদগুলোতে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, সহ-সভাপতি -মোহাম্মদ ওয়াজেদ সহ-সভাপতি-মো: আবু হানিফ যুগ্ম সাধারণ সম্পাদক -মো: সাদ্দাম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক-মো: মারুফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক-সাইফুর রহমান ইমন
সাংগঠনিক সম্পাদক- রফিকুল ইসলাম মানিক অর্থ সম্পাদক-মো: শফি উল্লাহ প্রচার সম্পাদক-রুবায়েত বিন ইসলাম
দপ্তর সম্পাদক-আরমানুল ইসলাম ওয়াহিদ ধর্ম বিষয়ক সম্পাদক-মুরাদ বিন ইসলাম পরিবেশ বিষয়ক সম্পাদক- মোহাইমিনুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক -আতিকুর রহমান।
নবগঠিত কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন (নুটু) বলেন, “এই কমিটির মাধ্যমে তরুণ প্রজন্মকে সংগঠিত করে সামাজিক উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখা হবে।”
সাধারণ সম্পাদক সেলিম আলতাফ বলেন, “সৈকত সংঘকে আরও গতিশীল করার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম, ক্রীড়া চর্চা ও পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া হবে।”
স্থানীয় তরুণরা আশা প্রকাশ করেছেন যে, নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
















