ধর্ম

ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪৮:৫৮ প্রিন্ট সংস্করণ

এনামুল হক ছোটনঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা -২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা। ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম।

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা , বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, হিন্দু সম্প্রদায়ের নেতারা এবং জেলার গণমাধ্যমকর্মীরা।

সভায় শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে নিরাপত্তা জোরদার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, সবার সহযোগিতায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হবে এটাই আমাদের লক্ষ্য।

উল্লেখ্য- সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

আরও খবর

Sponsered content