তথ্যকণিকা

যাদুকাটা নদীর পাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৫ , ১:৫৪:০৩ প্রিন্ট সংস্করণ

তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা সীমান্তের রূপের নদী যাদুকাটার পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মতবিনিময় সভা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন। আজ ১৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫ টায় লাউড়েরগড় এলাকার যাদুকাটা নদীর তীরে স্থানীয় এলাকাবাসী, পুলিশ, বিজিবি ও সাংবাদিকদের উপস্থিতি আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাটি করেন উপজেলা প্রশাসন। সভায় যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন ও বিক্রি করতে না নদীর ইজারাদার, স্থানীয় এলাকাবাসী, পুলিশ, বিজিবি ও সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা চান উপজেলা প্রশাসন। মতবিনিময় সভায় এ সময় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, ওসি দেলোয়ার হোসেন, যাদুকাটা নদীর ইজারাদার নাছির মিয়া, বাদাঘাট উত্তর ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড সদস্য আব্দুর রশিদ, দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা সংবাদদাতা আলম সাব্বির প্রমুখ।


আরও খবর

Sponsered content