তথ্যকণিকা

মধ্যনগরে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৫ , ৯:২১:৩২ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার ( মধ্যনগর প্রতিনিধি)

সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ০১ (এক) জন জিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার।

আজ ১৬ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯:৩০ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের পিঁপড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ৬মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামী স্বপন মিয়া কে গ্ৰেফতার করা হয়েছে।

গ্ৰেফতার স্বপন মিয়া (৪০)মধ্যনগর ইউনিয়নের ফারুকনগর গ্ৰামের নজরুল ইসলামের ছেলে।তিনি বারহাট্টা থানাধীন মামলা নং ০৬(০৪)২২ ও জিআর নং ৮০/২২ মামলায় ০৬ (ছয়) মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

ওসি মনিবুর রহমান জানান, অভিযান পরিচালনার মাধ্যমে দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে মধ্যনগর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে

আরও খবর

Sponsered content