চট্টগ্রাম

গুইমারায় নবাগত ইউএনও মিসকাতুল তামান্না’র যোগদান

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ২:০৫:৪৮ প্রিন্ট সংস্করণ

মোঃমাসুদ রানা, স্টাফ রিপোটারঃ

পার্কত্য খাগড়াছড়ির গুইমারায় উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন মিসতাকুল তামান্না।

২৮ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ নুরুল্লাহ নূরী’র সই করা এক প্রজ্ঞাপনে তাঁকে ইউএনও হিসেবে পদায়ন করা হয়।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন সুলতানা নবাগত ইউএনও মিসকাতুল তামান্না’র নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

নতুন ইউএনও মিসকাতুল তামান্না’র এর বাড়ি চট্টগ্রামে। তিনি পূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাহী অফিসার হিসেবে সুপারিশপ্রাপ্ত ছিলেন। দায়িত্ব গ্রহণকালে তিনি গুইমারা উপজেলার সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও খবর

Sponsered content