চট্টগ্রাম

সুবর্ণচরে খাস জমি বন্দোবস্তের দাবিতে ভুমিহীন সম্মেলন

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৬:৩৬:২২ প্রিন্ট সংস্করণ

রাশেদুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে খাস জমি বন্দোবস্তের দাবিতে বার্ষিক আঞ্চলিক ভূমিহীন সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকালে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে ‘নিজেরা করি’ এনজিও সংস্থার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করে মোহাম্মদপুর ইউনিয়ন ভূমিহীন সমিতি।

নিজেরা করি এনজিও সংস্থার কর্মী জিল্লুর রহমানের সঞ্চালনায় এবং ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি জামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নিজেরা করি এনজিও সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মতিউর রহমান, সংস্থার প্রতিনিধি পরিতোষ দেবনাথ, আক্তার মিয়ার হাট শাখার প্রতিনিধি মোশাররফ হোসেন, বাপুসের সুবর্ণচর উপজেলা সাধারণ সম্পাদক বেলাল হোসেন, চর লক্ষী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম দিলদার,বিএনপি নেতা কামাল উদ্দিন, ভূমিহীন নেতা দেলোয়ার হোসেন, আব্দুল কাদের, আবুল বাশার, ভূমিহীন নেত্রী কুলছুমা আক্তার, তাসলিমা খাতুন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া সম্মেলনে অংশ নেন শতাধিক ভূমিহীন পরিবার। অতিথিরা সকল ভূমিহীন মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সম্মেলনে ভূমিহীনরা বলেন“আমরা দীর্ঘ ২৫ বছর ধরে এ এলাকায় বসবাস করি। নিজেরাই বাগান কেটে জমি বসবাসের উপযোগী করেছি। কিন্তু এখনো স্থায়ীভাবে জমির মালিক হতে পারিনি। আমাদের খাস জমি কিছু ভূমিদস্যু অনৈতিকভাবে বন্দোবস্ত করে নিয়েছে এবং তারা নিয়মিত আমাদের হুমকি-ধামকি দিয়ে আসছে। বিভিন্ন সরকার আশ্বাস দিলেও স্থায়ী সমাধান হয়নি। তাই আমরা এই সরকারের নিকট আমাদের বসবাসের খাস জমি দ্রুত বন্দোবস্তের জোর দাবি জানাচ্ছি।”

অতিথিরা বলেন “ভূমিহীন মানুষের অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার। যারা বহু বছর ধরে বসবাস করছে, তাদের যথাযথ প্রাপ্যতা নিশ্চিত করাই ন্যায়বিচার। ভূমিদস্যু ও দখলবাজদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান জরুরি। দেশের উন্নয়ন তখনই সম্ভব যখন উপকারভোগীরা প্রকৃত অধিকার পায়।”

তারা আরও বলেন—“ভূমিহীন মানুষের দাবি শুধু খাস জমি পাওয়া নয়; তাদের নিরাপত্তা, জীবনমান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। এই সম্মেলন ভবিষ্যতে তাদের ন্যায্য অধিকার আদায়ে বড় ভূমিকা রাখবে।”

সম্মেলন শেষে চর লক্ষী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় “দখল” শিরোনামের একটি নাটক মঞ্চস্থ করা হয়। উপস্থিত অতিথি ও স্থানীয়রা মনে করেন—এই নাটিকা দখলবাজদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্মেলনে ভুমিহীনরা বেশ কয়েক টি দাবি তুলে ধরেন- বসবাসরত প্রকৃত ভূমিহীনদের নামে খাস জমি বন্দোবস্ত প্রদান,নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পূর্ণবাসন,নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ,বাল্যবিয়ে প্রতিরোধ,যৌতুক প্রথা বন্ধ,ভূমিদস্যু ও দখলবাজদের প্রতিহত করতে প্রশাসনিক কঠোর ব্যবস্থা।

উক্ত সম্মেলন গুলোর মাধ্যমে ভুমিহীনরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে এমনটাই প্রত্যাশা সকলের।

আরও খবর

Sponsered content