পাঁচমিশালি

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৫ , ৫:৪৮:১১ প্রিন্ট সংস্করণ

এনামুল হক ছোটনঃ

জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা ২৩ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ স্থানীয় সরকার এর ( ভারপ্রাপ্ত) উপপরিচালক লুৎফন নাহার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আওতাধীন স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এর যৌথ অর্থায়নে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিচারিক অধিকার নিশ্চিত করার জন্য বাস্তবায়নাধীন রয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, প্রকল্পের অফিসার, বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বার সহ প্রমুখ।
উল্লেখ্য- এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশের গ্রামাঞ্চলের মানুষের বিশেষ করে নারী, দরিদ্র, সংখ্যালঘু সম্প্রদায় এবং সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর বিচার ব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিত করা। এই লক্ষ্য পূরনের জন্য প্রকল্পটিতে স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষকে সম্পৃক্ত করে গ্রাম আদালতের আইনি সেবা প্রদান কার্যক্রমের উন্নয়ন এবং গ্রামীণ এলাকায় বসবাসকারী জনগণ, বিশেষ করে নারী, দরিদ্র ও অন্যান্য সুবিধাবঞ্চিত গোষ্ঠীকে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়ে অগ্রাধিকার প্রদান করা হয়েছে।

আরও খবর

Sponsered content