• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বাংলাদেশ

    গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার হটানোর এবারের আন্দোলনই ‘শেষ লড়াই- মির্জা ফখরুল

       নিজস্ব প্রতিবেদক: ৩ সেপ্টেম্বর ২০২২ , ১২:১৭:৫৮ প্রিন্ট সংস্করণ

    গণতন্ত্র পুনরুদ্ধারে সরকার হটানোর এবারের আন্দোলনই ‘শেষ লড়াই’ উল্লেখ করে নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি।

    সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আমাদের এবার হচ্ছে শেষ লড়াই। এবার আমাদের জীবনমরণ লড়াই করতে হবে। হয় জীবন না হয় মরণ। আসুন আমরা সেই লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে একটা দুর্বার গণআন্দোলন গড়ে তুলি- যা ওই উত্তাল সমুদ্রে সেই সুনামির মতো এই সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে।

    পুলিশ বাহিনীর প্রতি আহ্বান রেখে তিনি বলেন, আমরা পুলিশ বাহিনীসহ কোনো বাহিনীর বিরুদ্ধে নই। আমাদের ট্যাক্সের পয়সায় তাদের বেতন হয়, সংসার চলে, তাদের ছেলে-মেয়েরা লেখাপড়া করে, তাদের বউ-বাচ্চাদের কাপড় দেয়-তাই না। তারা আমাদের লোকজনকে গুলি করে মেরে ফেলবে- এটা কি আমরা মেনে নেব?

    তিনি আরও বলেন, পুলিশকে আমরা কখনো প্রতিপক্ষ বানাতে চাই না। আপনারা দয়া করে জনগণের প্রতিপক্ষ হবেন না। আপনারা কি চান- র‌্যাবের মতো পুলিশের ওপরও এভাবে স্যাংশন আসুক, বাংলাদেশের মানুষ আপনাদের ওপর স্যাংশন জারি করুক। আমরা আশা করব- পুলিশ জনগণের ন্যায্য অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার ফিরিয়ে আনতে সহযোগিতা করবে এবং যারা অন্যায়-অবিচার করছে, গুলি করে হত্যা করছে- তাদের বিরুদ্ধে গড়ে উঠা জনগণের লড়াইয়ে আপনারাও শরিক হবেন।

    জনস্বার্থ ইস্যুতে বিএনপির চলমান আন্দোলনে পুলিশ আবার আগের মতো গুলি করছে বলে অভিযোগ করেন ফখরুল।

    নারায়ণগঞ্জে নিহত শাওনের ভাইকে দিয়ে জোর করে মিথ্যা মামলা দায়ের করানো হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এই ধরনের মিথ্যা মামলা করাবেন, এভাবে গুলি করে আমাদের নেতা-কর্মীদের হত্যা করবেন, গণতন্ত্রের নেতা-কর্মীদেরকে হত্যা করবেন- তাদের প্রত্যেকের সমস্ত হিসাব কড়ায়-গন্ডায় নেয়া হবে। আমরা ইতোমধ্যে ভোলায় নুরে আলম ও আব্দুর রহিমের হত্যায় মামলা করেছি, আমরা অবশ্যই শাওনের হত্যায়ও মামলা করব। যারা জেলায় জেলায় আমাদের কর্মীদের আহত করছেন তার প্রত্যেকটির হিসাব নেয়া হবে।

    প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী দিনের নতুন বাংলাদেশ-গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য সকলে আমরা রাস্তায় থাকব-এটাই হোক আজকের শপথ।

    আলোচনা সভার প্রারম্ভে দেশের বর্তমান পরিস্থিতির ওপর জাসাসের আয়োজনে ‘হরিলুটের রাজা’ শীর্ষক পথ নাটক মঞ্চস্থ হয়।

    বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আমিরুল ইসলাম খান আলীমের সঞ্চালনায় এতে দলের নেতা মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, আবদুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

    আরও খবর

    Sponsered content