• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আইটি বিশ্ব

    অনলাইনে সপ্তাহব্যাপী ভূমি উন্নয়ন কর আদায়ে বিশেষ ক্যাম্পেইন”

      মশিউর রহমান কাউসার,ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ: ৬ মার্চ ২০২৩ , ২:৫১:৩৯ প্রিন্ট সংস্করণ

    “অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করুন, জমিজমা নিষ্কণ্টক রাখুন “এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজস্ব প্রশাসনের আয়োজনে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। সপ্তাহব্যাপী ক্যাম্পেইন এর প্রথম দিনে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সোমবার (৬ মার্চ ২০২৩) সকালে উপজেলা রাজস্ব প্রশাসনের ব্যানারে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।  শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম সানোয়ার রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, ভূমি অফিসের নাজির মোহাম্মদ আতাউল করিম সেলিম, বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাসহ ভূমি অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

    উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সহজে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ ক্যাম্পেইন চালু করা হয়েছে। সকল ভূমি অফিসে গ্রাহকদের কর প্রদানে উৎসাহিত করার জন্য সপ্তাহব্যাপী এ বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। এতে সকল ইউনিয়ন ভূমি অফিসে একটি করে সেবা বুথ থাকবে। নাগরিকের সহজে ভূমি উন্নয়ন কর আদায় করার ক্ষেত্রে সব ধরনের সহায়তা প্রদান করা হবে এই বুথ থেকে।

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, ক্যাম্পেইন শেষে প্রত্যেক ইউনিয়নে ১০ জন করে সর্বোচ্চ করদাতাকে সম্মাননা প্রদান করা হবে। এজন্য ক্যাম্পেইনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিজ নিজ ইউনিয়ন ভূমি অফিসের সেবা বুথে সকলকে দ্রুত যোগাযোগ করার জন্য আহবান জানান তিনি। তিনি আরও বলেন, গ্রাহকদের ভূমি সংক্রান্ত যেকোন সেবা দিতে প্রস্তুত উপজেলা ও সকল ইউনিয়ন ভূমি অফিস। এরপরেও যারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করবে না তাদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।

     

    আরও খবর

    Sponsered content