• Archive Calendar

    সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০  
  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    বগুড়া শেরপুরে ৬৪ প্রহরব‍্যাপী রাধা কৃষ্ণের যজ্ঞানুষ্ঠান শুরু

      নিজস্ব প্রতিবেদক ৪ সেপ্টেম্বর ২০২২ , ১০:১২:২৬ প্রিন্ট সংস্করণ

    বগুড়ার শেরপুরে শ্রীশ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের আয়োজনে রাধারানীর জন্মাষ্টমী উপলক্ষে ৬৪ প্রহর ব‍্যাপী (৮ দিন) রাধা কৃষ্ণের লীলা যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। শনিবার (৩রা সেপ্টেম্বর) পৌর শহরের টাউন বারোয়ারী (শ্রীশ্রী কালাচাঁদ মন্দির) প্রাঙ্গণে দিবাগত রাত ১২:১ মিনিটে গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও অধিবাসের মধ্য দিয়ে ৩২তম এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এসময় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন ডাঃ বিপ্লব কুমার বর্মন, বরেন্দ্রনাথ স‍্যান‍্যাল সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান এক‍্য পরিষদ ও পৌর ৫নং ওয়ার্ড কমিশনার চন্দন দাস রিংকু। পরে প্রতিষ্ঠাতা সভাপতি রাজেন্দ্র প্রসাদ (খোকা কৈরী) সহ স্বর্গীয় সকল সদস্যদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। উল্লেখ্য প্রতি বছরের ন‍্যায় এবারও দেশের এবং পাশ্ববর্তী দেশ ভারতের সুনামধন‍্য কীর্তনীয়া দল রাধাকৃষ্ণের লীলা কীর্তন পরিবেশন করবেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার নারী পুরুষ ভক্তদের আগমনে মন্দির প্রাঙ্গণ মূখরিত হয়ে উঠে। কীর্তনীয়াদের কীর্তন পরিবেশনের মাঝে মাঝে নারীদের উলুধ্বনি আর পুরুষদের জয়ধ্বনিতে পরিণত হয় যেন মধুর বৃন্দাবন। কমিটির পক্ষ থেকে করা হয় বর্ণাঢ্য আয়োজন। আট দিনব‍্যাপী চলা এই অনারম্বড় অনুষ্ঠানে সকাল দুপুর ও রাত্রিতে হাজার হাজার ভক্তদের দেওয়া অন‍্য ভোগ।
    শ্রীশ্রী গোবিন্দ ভক্ত কাঙ্গাল কমিটির সভাপতি রনজিৎ কুমার কৈরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, দেশ মাতৃকার শুভ, কল‍্যাণ ও বিশ্ব শান্তিকল্পে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আসছে। এবছর ৩২তম অধিবেশন চলছে। আগামী রবিবার (১০ সেপ্টেম্বর) ভোরে নগর কীর্তনের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।অনুষ্ঠানটি সুন্দর সুশৃঙ্খল ভাবে সম্পূর্ণ করতে আইন প্রয়োগকারী সংস্থাসহ সর্ব মহলের সহযোগিতা কামনা করছি।
    এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনাতন চন্দ্র সরকার জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহতাকারে এই আয়োজন সুসম্পূর্ণ করতে শেরপুর থানা সব সময় নজরদারীতে রাখছে।

    আরও খবর

    Sponsered content