• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    পটুয়াখালীতে জনতা ব্যাংকের ডিজিএম লাঞ্চিত

      প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৩ , ১:৪৫:৩৯ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালী প্রতিনিধিঃ

    পটুয়াখালীতে জনতা ব্যাংকের ড্রাইভারসহ দুই কর্মচারীর হাতে ডিজিএম লাঞ্ছিত ও জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ডিজিএম মো. মুনিরুল আলম মুজিব।
    থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে, জনতা ব্যাংক পিএলসি এরিয়া অফিস পটুয়াখালীর ডিজিএম মো. মুনিরুল আলম মুজিবের সঙ্গে তার ব্যাংকের ড্রাইভার মো. দুলাল হাওলাদার (৫০) ও এওজিও-১ কর্মচারী মো. আব্দুল বারেক (৫৫)-এর বিবিধ বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। যার কারণে ড্রাইভার দুলালের গাড়িতে ওঠা থেকে বিরত থাকেন ডিজিএম মো. মুনিরুল আলম মুজিব। গাড়িতে না ওঠার কারণে উল্লেখিত দুই কর্মচারী ডিজিএমকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ ক্ষতি করার হুমকি-ধামকি দিয়ে আসছিল।

    ঘটনার দিন সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় সময় ড্রাইভার দুলাল ও এওজিও আব্দুল বারেকসহ অজ্ঞাত ২০-২৫ জনের সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুরান বাজারস্থ জনতা ব্যাংকের রেস্ট হাউসের মধ্যে ঢুকে নগদ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। এ দাবিকৃত চাঁদা টাকা দিতে অস্বীকার করায় ড্রাইভার দুলাল ও এওজিও-১ আব্দুল বারেকসহ ২০-২৫ জন সন্ত্রাসী উত্তেজিত হয়ে ডিজিএম মুনিরুল আলম মুজিবকে এলোপাতাড়ি চর-থাপ্পর, কিল-ঘুষি মেরে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তার ডাকচিৎকার শুনে জনতা ব্যাংক পটুয়াখালীর প্রধান শাখার ম্যানেজার খন্দকার আহসান হাবিব রক্ষা করতে এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাকেও মারধর করে জখম করে। অভিযোগে আরও জানা গেছে, মারধরের পর ড্রাইভার দুলাল ও এওজিও-১ আব্দুল বারেকসহ সন্ত্রাসীরা দাবিকৃত চাঁদা টাকা না দিলে রাস্তাঘাটে একা পেলে ডিজিএমকে ক্ষতিসাধনসহ খুন করার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এ ঘটনায় স্থানীয় ব্যাংক সমূহের কর্মকর্তা ও স্টাফদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। জনতা ব্যাংক পিএলসি পটুয়াখালীর একাধিক কর্মকর্তা জানান, ডিজিএম মুনিরুল আলম মুজিব স্যার একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ, বিভিন্ন সময়ে ড্রাইভার দুলাল গাড়ীর তেলের ভুয়া ভাউচারে টাকা উত্তোলন করতে চাইলে ডিজিএম তাতে কখনো সম্মত্তি দেননি বিধায় ড্রাইভার দুলাল সব সময়ে ডিজিএমকে নিয়ে বিরূপ মন্তব্য করতো। পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content