• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ধর্মপাশায় ডাকাতির মামলায় ১১ জন আসামির রিমান্ড মঞ্জুর

      প্রতিনিধি ৭ আগস্ট ২০২৩ , ১:০১:১০ প্রিন্ট সংস্করণ

    আবির হাসান,ধর্মপাশা প্রতিনিধিঃ

    সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়  ডাকাতি মামলার  ১১ আসামিকে আদালতে হাজির করা হলে  ৫ দিনের রিমান্ড চাইলে জুডিশিয়াল আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  রবিবার  ১ টা ৪৫ মিনিটে সদরের কংস সেতুর উত্তর পাশের সড়ক থেকে আসামি  গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আলসামিরা হলেন, ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বাবুপুর গ্রামের  রফিকুল বারী চৌধুরী  বাচ্ছু মিয়ার ছেলে মো,মোশারফ মিয়া (৪০), রংপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আল মোজাহিদ (১৯), একই গ্রামের মো.মিছিল মিয়ার ছেলে মো.মুসলিম মিয়া (২১), রাজাপুর গাজীনগর গ্রামের হিরন মিয়ার ছেলে রোকন মিয়া (৩৫), রাজাপুর দক্ষিণ হাটি গ্রামের আয়েদ মিয়ার ছেলে মো. আদিল (২৬), একই গ্রামের আয়েদ আলীর ছেলে মো,কফিল উদ্দিন (১৯), সুজাত মিয়ার ছেলে মো. শাহাব উদ্দিন (৩০),উছমান গণির ছেলে মাহতাব (২৮), লাছাক্কু মিয়ার ছেলে মো.জিটু (৩৭), নূরুল হক মিয়ার ছেলে আলী আজগর (২৩) ও জামালগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের মো.একরাম হোসেনের ছেলে মো.মোকাজ্জল (৩২) ।

      ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ধানকুনিয়া জলমহালের জেলেদের খলাঘরে গত ২৪মার্চ দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬মার্চ রাতে  অজ্ঞাতনামা ১৫-২০জনকে আসামি করে ধর্মপাশা থানায় একটি ডাকাতির মামলা হয়।  এই মামলার ছয়জন আসামিকে ইতিপূর্বে গ্রেপ্তার করেছে পুলিশ।  এদের মধ্যে চারজন আসামি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ধারা জবানবন্দী দেন। এমনকি কীভাবে এই ঘটনা ঘটেছে এবং ডাকাতির সময় কারা কারা ছিলেন তা আদালতকে তারা অবগত করেন।  এই চারজনের জবানবন্দীতেই ডাকাতির ঘটনায় আরও ১৪জন জড়িত থাকার নাম বেরিয়ে আসে। তারা সবাাই পলাতক ছিলেন। রবিবার বেলা সোয়া একটার  একটার দিকে এই ১৪জন পলাতক আসামির মধ্যে ১১জন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মোহনগঞ্জ বাজারে এসে সমবেত হন। তাঁরা সেখান থেকে অটোরিকশা যোগে নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য ধর্মপাশার বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। গোপন সংবাদের ভিত্তিতে  খবর পেয়ে উপজেলা সদরের কংস সেতুর উত্তরপাশের সড়ক থেকে রবিবার বেলা পৌনে দুইটার দিকে ওই ১১জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
    ধর্মপাশা থানার এসআই আমিনুর রহমা বলেন,  উপজেলার ধানকুনিয়া জলমহালে জেলেদের খলাঘরে ডাকাতির ঘটনায় জড়িত থাকায় এই ১১জন আসামিকে রবিবার বেলা পৌনে দুইটার দিকে উপজেলা সদরের কংস সেতুর উত্তর পাশের সড়ক থেকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় ইতিপূর্বে আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই কারাগারে রয়েছেন। এ ছাড়া  মামলার সপ্তাহখানেকের মধ্যেই ১২টি গরু, দুটি মোবাইল ফোন ও দেড়কেজি শুটকি মাছ উদ্ধার করা হয়েছে।  পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাতির মামলায়  গ্রেপ্তারকৃত ১১জনই  আসামিই এই ডাকাতির ঘটনায় জড়িত রয়েছেন বলে স্বীকার করেছেন।  তাঁদেরকে আদালতে  পাঠানো হবে। এ ছাড়া পলাতক থাকা অপর তিনজন আসামিকে গ্রেফতারের চেষ্ঠা চলছে।

    আরও খবর

    Sponsered content