• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে ৫,০০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

      এনামুল হক ছোটন, ময়মনসিংহ : ১৫ মার্চ ২০২৩ , ১১:০৩:১০ প্রিন্ট সংস্করণ

    ময়মনসিংহ থেকে মাদক নির্মূলে ও অপরাধ দমনে এবং জনগণের দোরগোড়ায় পুলিশ সেবা পৌঁছে দেওয়া লক্ষ্যে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ এর অভিযান অব্যাহত রয়েছে ।ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা (পিপিএম)এর নির্দেশেনায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ( ওসি) শাহ কামাল আকন্দ (পিপিএম-বার) এর সার্বিক তত্ত্বাবধানে অপরাধ নিয়ন্ত্রণে ও নিয়মিত মাদক বিরোধী অভিযান সহ বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামিদের কে প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে। এরই অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার এসআই(নিঃ) মোঃ আলাউদ্দিন, এসআই (নিঃ) উত্তম কুমার দাস, এএসআই(নিঃ)আমির হামজা সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ১৪/০৩/২০২৩ তারিখ রাত ২১.১৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন উইনারপাড় সাকিনস্থ জনৈক আজিজুল দোকানের সামনে হতে ০২জন মাদক ব্যবসায়ী ১। আব্দুল মন্নাফ ওরফে মুন্নাফ(৪৫), পিতামৃত-হাজী জাকের আহম্মেদ, সাং-পালংখালি পশ্চিম কেদারগুলা ২।শাহীন (২৪), পিতামৃত-জসিম, সাং-ভালুকিয়া হারো ফকিরের পাড়া, উভয় থানা-উখিয়া,জেলা-কক্সবাজারদ্বয়’কে গ্রেফতার করেন। তারা দীর্ঘদিন যাবৎ অত্র থানা এলাকা সহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা করে আসছে। তাদের নিকট হতে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করত ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা এবং নগরীর

    অপরাধ ও মাদক দমনে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জনগণের দোরগোড়ায় পুলিশ সেবা পৌঁছে দেওয়া লক্ষ্যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। নগরীর অপরাধ দমন ও মাদক নির্মূলে জন্য প্রত্যেক নাগরিকদের সহযোগিতা কামনা করছি, যারা মাদকের তথ্য দিবে তাদের পরিচয় গোপন রাখা হবে।

    আরও খবর

    Sponsered content