• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    ফাইতং বিভিন্ন বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

      ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদক: ১৭ মার্চ ২০২৩ , ৮:৪২:১২ প্রিন্ট সংস্করণ

    পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন বিভিন্ন বিদ্যালয় (১৭’লা মার্চ) (শুক্রবার) সকালবেলা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে “জাতীয় শিশু দিবস “এ র‍্যালি, কুইজ প্রতিযোগিতা আলোচনা ও কেক কাটা হয়েছে।

    খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাবেক সভাপতি
    ও বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি হেলাল উদ্দিন বিএ। বিশেষ অতিথি, ম্যানেজিং কমিটির সহসভাপতি ইউপি সদস্য মোহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামিলীগ সহসভাপতি, ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,
    সহসভাপতি মাহমুদুর রহমান শুক্কুর, প্রধান শিক্ষক সৈয়দ মুহিবুল হাসান (লিটন),সভাপতি জান্নাতুল মাওয়া (ফেন্সি), শিক্ষক আতাউল হক ছিদ্দিকী মিল্লাত, খেদারবাঁধ সহকারী শিক্ষক তফুরা খানম, বজলুল করিম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি, বিদ্যালয় ছাত্র /ছাত্রী সহ সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ প্রমূখ উপস্থিত ছিলেন।

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে হেলাল উদ্দিন বিএ বলেন’ শিক্ষায় জাতির মেরুদণ্ড’। আজকের শিশুর আগামী দিনের ভবিষ্যৎ। তাই সকল কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত শ্রেনীতে উপস্থিত থেকে ঠিক মতো পড়াশোনা করার তাগিদ দেন। তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন ব্যক্তি যিনি না হলে এ লাল সবুজের বাংলাদেশ হতো না। তাই তিনি জাতীয় শিশু দিবস এ জাতির পিতাকে গভীর শ্রদ্ধায় স্বরণ করেন।

    খেদারবাঁধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফি বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এই শিশুরাই এগিয়ে আসবে। সবাইকে জাতীয় শিশু দিবস এ দেশের সঠিক ইতিহাস ও জাতির পিতার জীবনী সম্পর্কে সঠিক শিক্ষা গ্রহণ এবং সকল শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে দেশের সু নাগরিক হওয়ার আহ্বান করেন।

    ধুইল্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিশেষ অতিথি মাহমুদুর রহমান শুক্কুর বক্তব্য বলেন,
    ১৯২০ সালের (১৭ মার্চ) তদানীন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান। বাবার নাম শেখ লুৎফর রহমান, আর মা সায়েরা খাতুন। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয়। পরবর্তীতে ‘খোকা’ নামের এই শিশুটিই হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারি।

    শেখ মুজিবুর রহমান গ্রামীণ সমাজের সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতি শিশুকাল থেকে প্রত্যক্ষ করেছেন। গ্রামের মাটি আর মানুষ তাকে প্রবলভাবে আকর্ষণ করতো। শৈশব থেকে তৎকালীন সমাজ জীবনে তিনি জমিদার, তালুকদার ও মহাজনদের অত্যাচার, শোষণ ও প্রজাপীড়ন দেখে চরমভাবে ব্যথিত হতেন। গ্রামের হিন্দু-মুসলমানদের সম্মিলিত সম্প্রীতির সামাজিক আবহে তিনি দীক্ষা পান অসাম্প্রদায়িক চেতনার। কিশোর বয়সেই রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠানের শেষে কেক কাটা ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে