• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    ইবিতে ব্যাচ-ডের উৎসবে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন

      ইবি প্রতিনিধি : ২২ মার্চ ২০২৩ , ১১:৪৫:০৫ প্রিন্ট সংস্করণ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচ-ডের ‘অবতরণিকা’ উৎসবে মারামারির ঘটনায় ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শীদ আলমকে আহবায়ক ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা তোফাজ্জেল হোসেনকে সদস্য-সচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার তদন্তপূর্বক চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

    বুধবার (২২ মার্চ) প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।

    জানা যায়, গত বৃহস্পতিবার (১৬ মার্চ) ২০২০-২১ শিক্ষাবর্ষের ব্যাচ ভিত্তিক অনুষ্ঠান ‘অবতরণিকা’ উৎসবে টি-শার্ট বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। পরে আহতদের পক্ষ থেকে অতর্কিত হামলার অভিযোগ করে লিখিত অভিযোগ দেওয়া হয়। পরবর্তীতে আহতদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দেন হামলার অভিযোগ উঠা কয়েকজন। এছাড়াও আয়োজকদের কয়েকজনের পক্ষ থেকে নানা বিশৃঙ্খলার অভিযোগ করে পৃথক আরেকটি অভিযোগ দেওয়া হয়।

    এ বিষয়ে কমিটির সদস্য সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু বলেন, তদন্ত কমিটি গঠনের বিষয়ে শুনেছি। ক্যাম্পাসের বাহিরে থাকায় চিঠি হাতে পাইনি। তবে চিঠি হাতে পেলে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content