• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • Uncategorized

    ক্যালকাটা মালায়ালি সমাজের সত্ত্বর তম বার্ষিকী উদযাপন করলেন রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস

      কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায় ২৬ মার্চ ২০২৩ , ৫:৫১:৪২ প্রিন্ট সংস্করণ

    আজ ক্যালকাটা মালায়ালি সমাজের সত্ত্বর তম বার্ষিকী উদযাপন করলেন রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস । আজ ২৬ শে মার্চ রবিবার, বিকেল ৫ঃ৩০ মিনিটে, উত্তম কুমার মঞ্চে ক্যালকাটা মালায়ালি সমাজের ৭০ তম বার্ষিকী উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন ও পুরস্কার বিতরণী আয়োজন করেন। এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে, প্রদীপ প্রজ্জ্বলন করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল এইচ পি ড: সি ভি আনন্দ বোস, এবং উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট কে কে কচ্চু কোসি সেক্রেটারী এন গোপাল সহ অন্যান্যরা, প্রদীপ প্রজ্বলনের পর মাননীয় মাননীয় রাজ্যপাল কে উত্তরীয় ফুল এবং মোমেন্টো দিয়ে সম্মানিত করেন, শুধু তাই নয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং সি বি এস সির কৃতি ছাত্র-ছাত্রীদের এবং খেলোয়ার পুরস্কৃত করেন, এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন প্রদেশের ও জেলার ছাত্রছাত্রীরা তারা তাদের নৃত্যের মাধ্যমে মাধ্যম দিয়ে ও খেলার মধ্য দিয়ে অনুপ্রাণিত করেন দর্শকদের, বিকেল থেকেই মঞ্চ পরিপূর্ণ হয়ে উঠেছিল দর্শকদের ভিড়ে, তিন থেকে ৪০০ সদস্য এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ও নিত্য শিল্পীদের উৎসাহিত করেন, শুধু এই অনুষ্ঠানি নয় ,এই ক্যালকাটা মালয়ালি সমাজ, সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকেন , এবং সামাজিক কাজ করে চলেছেন , কখনো খেলা প্রেমীদের নিয়ে খেলাই মেতে উঠেছেন, কখনো সমাজের দুস্থ মানুষদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, কখনো স্বাস্থ্য শিবির করে অসহায় মানুষদের পাশে চিকিৎসার ব্যবস্থা করেছেন। কখনও আবার পাড়া-প্রতিবেশী ও সদস্যদের নিয়ে পিকনিকের আয়োজন করেছেন এইভাবে তারা সারা বছর বিভিন্ন কর্মকান্ডে যুক্ত থাকেন বলে জানালেন, এমনকি এলাকার দুস্থ ছাত্র-ছাত্রীদের পাশে বই কিনে দিয়ে সাহায্য করেছেন….. এই ক্যালকাটা মালয়ালি সমাজের কর্ণধার জানালেন আমাদের কাছে কেউ আলাদা নয় ,আমরা সবার পাশে আছি এবং যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই, তারা না থাকলে এই ধরনের সুন্দর অনুষ্ঠান করা সম্ভব নয়।

    আরও খবর

    Sponsered content