• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    মোহনপুরে শ্রমিকদলের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত

      মোঃ আলাউদ্দীন মন্ডল, রাজশাহীঃ ২৬ মার্চ ২০২৩ , ৩:৫৭:৩৪ প্রিন্ট সংস্করণ

    রাজশাহীর মোহনপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    রোববার (২৬ মার্চ) বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোজাম্মেল হকের সভাপতিত্বে
    প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ। এ সময় তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান। পাশাপাশি তিনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আগামি দিনের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
    বক্তব্য শেষে নেতারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও নেক হায়াত, সকল বীর শহীদসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সব নেতাকর্মীর আত্মার মাগফেরাত, অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব বাচ্চু রহমান, সদস্য আব্দুল কাদের মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, কৃষকদলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিকদলের সদস্য সচিব ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো: তৈয়ব আলী, যুবদল সাবেক নেতা মির্জা শওকত,
    স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: হাতেম আলী, যুবনেতা মো: আব্দুর রহিম,
    উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলীসহ উপজেলার ছয় ইউনিয়ন হতে আগত শ্রমিকদলের আহবায়ক ও সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content