• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    চুনারুঘাটে গিলানী চা বাগানে শ্রীশ্রী বাসন্তী দেবীর পুজা উপলক্ষে ব্রম্মপুত্র স্নান ও মেলা।

      বাবলু তন্তবায় দীপু, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: ২৮ মার্চ ২০২৩ , ৪:০২:১০ প্রিন্ট সংস্করণ

    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানী চা বাগানে নতুন টিলা সংলগ্ন বনসতি ধামে শ্রীশ্রী বাসন্তী দেবীর পুজা উপলক্ষে ব্রম্মপুত্র স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে।, গতকাল রাত ৯টায় শুভ অধিবাস করছেন পরিবেশনায় শান্তপ্রসাদ চৌহান, রঘুনন্দন চা বাগান। আজ বুধবার ভোর ৪ ঘটিকায় ব্রম্মপুত্র স্নান সকাল ১০ ঘটিকায় শ্রীশ্রী বাসন্তী দেবীর মহা অষ্টমী পুজা ও পুষ্পাঞ্জলি নিবেদন। বেলা ১২টায় শ্রীমদ্ভাগবদগীতা পাঠ, বিকাল ৫ টায় ধর্মীয় মহা প্রসাদ বিতরণ। এতে অনুষ্ঠানে পৌরহিত করবেন শাকিরমোহাম্মদ গ্রামের অর্জুন আচার্য। এই উৎসব অঙ্গনে সকল সনাতনী ভক্তবৃন্দ স্ব -বান্ধবে অংশ গ্রহণ করে উৎসব মুখরিত করবে বলে জানিয়েছেন গিলানী চা বাগানে চা শ্রমিকরা।

    এতে অনুষ্ঠানে উপস্থিত থাকছে জনাব আব্দুল কাদির লস্কর, উপজেলা চেয়ারম্যান, সিদ্ধার্থ ভৌমিক উপজেলা নির্বাহী অফিসার, ওয়াহেদ আলি মাষ্টার ইউপি চেয়ারম্যান, স্বরূপ বুনার্জী ইউপি সদস্য, অমল ভৌমিক সভাপতি গিলানী চা বাগান, রজনীকান্ত কালিন্দী সভাপতি লস্করপুর চা বাগান, প্রবীর বুনার্জী সভাপতি দেউন্দি চা বাগান, সাংবাদিক বাবলু তন্তবায় দীপু। বিভিন্ন চা বাগান থেকে আসা রক্তবিন্দু ময়মুরুব্বি সহ আরো অনেকে।
    এতে উক্ত অনুষ্ঠানে আনন্দ উৎসাহ উদ্দীপনা জাগিয়ে তুলেন বাগানের চা শ্রমিকরা।
    গিলানী চা বাগানের সভাপতি অমল ভৌমিক জানান, প্রতিবছরের মত আমরা এবারও অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানে সবাই যেনো মুখরিত ভাবে আনন্দ উপভোগ করতে পারে।

    আরও খবর

    Sponsered content