• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চিত্র বিচিত্র

    ছাতকে গোবিন্দগঞ্জ কলেজ শিক্ষক,কর্মচারীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে মানববন্ধন

      মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ২৮ মার্চ ২০২৩ , ৫:৩৫:৪৭ প্রিন্ট সংস্করণ

    ছাতকে গোবিন্দগঞ্জ কলেজ শিক্ষক,কর্মচারীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারে দাবিতে কলেজ কর্তৃপক্ষের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বাবুল চন্দ্র দেবের উপর সন্ত্রাসী বখাটেদের হামলা এবং কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিকসহ শিক্ষকদের উপর দায়েরী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এ মানববন্ধন কর্মসূচী পালন করেন কলেজের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মহিউদ্দিন,দর্শন বিভাগের বিভাগীয় প্রধান রামেন্দু বিকাশ, শামসুন্নাহার। মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন সফলভাবে সম্পন্ন হওয়া কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানকে কলঙ্কিত করতে একটি মহল নানা অপতৎপরতা চালিয়েছিল। তারা তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান বাবুল চন্দ্র দেবের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রদের ফুসিয়ে তোলার চেষ্টা করেছে। কিন্তু ছাত্র-শিক্ষকের বিরাজমান মধুর সম্পর্কের কারনে তা সম্ভব হয়নি। অবশেষে কলেজের অধ্যক্ষ সহ শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করে মহলটি। অভিলম্বে দায়ের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান বক্তারা। এসময় কলেজের অধ্যাপক তৈমুছ আলী, বরণ কুৃমার চৌধুরী, শাহ শফিকুল আলম, রফিকুল ইসলাম, কৃপা সিন্ধু দাস, জান্নাত আরা খান, নিখিল রঞ্জন দাস, প্রভাষক সনজিৎ নারায়ণ চৌধুরী, তপন কুমার দে, আমিন উদ্দিন, বাবুল চন্দ্র দেব, নজরুল ইসলাম, শিল্পী সমাজপতি, আবুল হাসনাত, খলিলুর রহমান, শাহীন রাজা, খোরশেদ আলম, মফিজুল ইসলাম, প্লাবণী মন্ডল, মরিয়ম আক্তার, সালমা বেগম, চন্দন চন্দ্র দেবনাথ, অফিস সহকারী রাখাল কৃষ্ণ তারণ, কলেজের ইসরাক হোসেন, দেবাশীষ চক্রবর্তী, সায়লা আক্তার, নুর মিয়া, জ্যোতিষ মালাকার, কামাল মিয়া, ছানু মিয়া, মোশাহিদ আলী, চম্পা বেগম, ইমাদ উদ্দিন, নারায়ণ কান্ত দাশ সহ আরও প্রমুখ।

    আরও খবর

    Sponsered content