• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ব্যতিক্রমী উদ্যোগ দর্শনার্থীদের জন্য বুক কর্ণার উদ্বোধন

      এনামুল হক ছোটন, ময়মনসিংহ : ২৯ মার্চ ২০২৩ , ৫:৩৩:৪৯ প্রিন্ট সংস্করণ

    ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ব্যাতিক্রমী উদ্যোগে থানায় আগত দর্শনার্থীদের জন্য বা কাজে আসা অপেক্ষাকৃত মানুষের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখকদের বই এবং পত্রিকা সমন্বয়ে বুক কর্নার চালু করছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেন ও মটর সাইকেল সেড এবং বুক কর্ণার এর উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম। ২৮ মার্চ মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা কোতোয়ালী মডেল থানায় পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (ময়মনসিংহ সদর সার্কেল) শাহিনুর ইসলাম ফকির।
    পরিদর্শনকালে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে একটি সুসজ্জিত দল গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদান করে। পরে কোতোয়ালি মডেল থানায় ফিতা কেটে থানার ভিতরে মটর সাইকেল সেড এবং বুক কর্ণার উদ্বোধন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
    জানা যায় পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদারসহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন তিনি। এছাড়াও সতর্ক অবস্থায় ডিউটি পালন করার নির্দেশ দেন। পরে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
    এ সময় পুলিশ কর্মকর্তাদের সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহতসহ সরকারি সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণের নির্দেশ দেন তিনি। তাছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
    এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন রায়হান, কোতোয়ালী মডেল থানার (তদন্ত) ফারুক হোসেন, পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) ওয়াজেদ আলী, ২নং ফাঁড়ী ইনচার্জ সুমন রায়,৩নং ফাঁড়ী ইনচার্জ সামদানি ,১নং ফাড়ি ইনচার্জ আনোয়ার হোসেন সহ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content