• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বগুড়ায় মেয়াদোর্ত্তীণ ১০০ কেজি সেমাই জব্দ: পৃথক প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা জরিমানা

      দিপু সরকার জেলা প্রতিনিধি বগুড়া: ২ এপ্রিল ২০২৩ , ৩:৫৪:২৬ প্রিন্ট সংস্করণ

    বগুড়া সদরের পল্লীমঙ্গল বাজারে রোববার দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১০০ কেজি নকল ও মেয়াদউর্ত্তীণ লাচ্ছা সেমাই জব্দ করা হয়েছে। পরে তা প্রকাশ্যে নষ্ট করা হয়েছে।বিষয়গুলো নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান,

    ঈদকে সামনে রেখে পরিচালিত নিয়মিত অভিযানে বগুড়া সদরের পল্লীমঙ্গল বাজারের মেহেদী জেনারেল স্টোর নামের এক দোকানে নকল ও মেয়াদউর্ত্তীণ ১০০ কেজি লাচ্ছা সেমাই পাওয়া যায় যা সাথে সাথে জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলামকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত লাচ্ছা সেমাই জনসম্মুখে ধ্বংস করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও একই বাজারের নিউ মেহেদী স্টোর নামের এক দোকানে মেয়াদউর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
    অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা সহযোগীতা করেন।

    আরও খবর

    Sponsered content