• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    লোহাগড়ায় ৯ প্রতিষ্ঠান কে ভোক্তা অধিদপ্তরের অভিযানে জরিমানা

      মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার: ৩ এপ্রিল ২০২৩ , ১২:৪৩:৪৩ প্রিন্ট সংস্করণ

    নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৯ টা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার সকালে নড়াইল জেলা ভোক্তা অধিদপ্তর সংরক্ষণের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক এর নেতৃত্বে ২৯ আনসার ব্যাটালিয়ন এর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারি পরিচালক প্রনব কুমার প্রামাণিক নিত্য প্রয়োজনীয় পণ্য ঔষধ স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয়ের নির্দেশ প্রদান করেন।অভিযান পরিচালনা করার সময় লোহাগড়ার মের্সাস মোস্তাক মিষ্টান্ন ভান্ডার ৩৭ও৪৩ ধারাই ৪ হাজার টাকা, মের্সাস মধুমতি স্টোর,৩৭ ধারাই ২ হাজার টাকা, মের্সাস আবুল স্টোর,৩৮ ধারাই ২ হাজার টাকা,মের্সাস অনুপ স্টোর,৩৮ ধারাই ৪ শত টাকা, এছাড়াও মের্সাস শ্যামলী স্টোর,৩৮ ধারাই ৩ হাজার টাকা, মুসলিম সুইট ৪৩ ধারাই ৫ শত টাকা, মাহাবুব ফল ভান্ডার ৩৮ ধারাই ১ হাজার টাকা, ইয়াসিন স্টোর ৩৮ ধারাই ২ হাজার টাকা, লিটন স্টোর, ৩৮ ধারাই ১ হাজার টাকা সর্বমোট এই ৯ প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৯ শত টাকা জরিমানা করেন।

    এসময় মুসলিম সুইট কে পাঁচশত টাকা, কাঁচাবাজার দুই দোকানে ৩ হাজার টাকা, এবং দুই ফলের দোকানে ২ হাজার টাকা সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের অভিযান পরিচালনা হয়,

    এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিক বলেন বাজার মনিটরিং এ অভিযান অব্যাহত থাকবে।

     

    আরও খবর

    Sponsered content