• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্দার সাদুল্লাপুরে মনোনয়ন পত্র গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী

      শেখ নাসির আহমেদ, গাইবান্ধা ৬ এপ্রিল ২০২৩ , ৬:২৭:৫৩ প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কমান্ড নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী।

    ৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে উৎসবমূখর পরিবেশে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগম এর হাত থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন রশিদ আজমী প্যানেল।

    এসময় উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়, রশিদ আজমী প্যানেলের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্র ২০১০ এর ১৫ এবং ১৮ ধারা অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড সমূহের নির্বাচনের উদ্যেশ্যে ১৮ মার্চ সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনী তফসীল ঘোষণা করে নির্বাচন কমিশন।

    তফসীল অনুযায়ী ১৯ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ, ২২ মার্চ পর্যন্ত খসড়া ভোটার তালিকার উপর দাবি, আপত্তি ও সংশোধনী গ্রহনের শেষ তারিখ, ৩০ মার্চ দাবি আপত্তি ও সংশোধনী নিস্পত্তি, ৫ এপ্রিল চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, তালিকা প্রকাশের পর ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র বিতরণ, ১০ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনযনপত্র দাখিল, ১১ এপ্রিল মনোনয়ন পত্র বাছাই, ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, ১৬ এপ্রিল আপিল নিষ্পত্তি, ১৭ এপ্রিল প্রত্যাহার, ১৮ এপ্রিল চুড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ, ২৭ এপ্রিল প্রতীক বরাদ্দ এবং ২০ মে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়।

    আরও খবর

    Sponsered content