• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    শিবগঞ্জের মাঝিহট্ট সনভাল্কী সরকারি সড়ক নষ্ট করে পুকুর খননের মাটি পরিবহন করছেন ইব্রাহিম ও মেম্বার জহুরুল ইসলাম

      মো:ওমর ফারুক ভ্রামোমান প্রতিনিধি: ৭ এপ্রিল ২০২৩ , ৬:০৯:১২ প্রিন্ট সংস্করণ

    বগুড়া শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের সনভাল্কী গ্রামে চলছে দিনে-রাত্রিতে সমান তালে পুকুর খননের ধুম। শুক্রবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় সনভাল্কী গ্রামের সরকারি রাস্তার পাশে বিশাল একটি পুকুর সংস্কারের নামে অতিরিক্ত জায়গা নিয়ে পুকুর কাটা। এই পুকুর খননের মাটি দিনের বেলায় ট্রাক্টরে করে পরিবহণ করা হচ্ছে এবং রাতে ড্রাম ট্রাকে। ভোর থেকে শুরু হয়ে এই মাটি পরিবহণ চলে মধ্যরাত্রি পর্যন্ত। এইভাবে ওভারলোড মাটি গ্রামের সাধারণ রাস্তা দিয়ে পরিবহণ করায় রাস্তার স্হায়িত্ব কমে আসছে এবং রাস্তার পাথর উঠে গর্ত হয়ে যাচ্ছে। এই নিয়ে গ্রামবাসীদের ভিতরে তীব্র ক্ষোভ থাকলেও কেউ কিছু বলতে পারছে না, তার কারণ হচ্ছে পুকুর খনন কারীরা হচ্ছে প্রভাবশালী এবং রাজনৈতিক ছত্রছায়ায় জড়িত।

    সনভাল্কী গ্রামের বাসিন্দা বলেন, এইভাবে দিনে রাতে যেভাবে এই রাস্তা দিয়ে মাটি পরিবহণের গাড়িগুলো চলছে তাতে আমরা নানাবিধ সমস্যায় জর্জরিত হচ্ছি। এখন রাস্তাঘাটে এমনিতেই ধূলা বেশি তারপরে আবার রাস্তায় সবসময় চলছে মাটি পরিবহণের গাড়ি, এই গাড়িগুলো থেকে মাটি ঝরে ঝরে রাস্তায় পড়ছে এবং এই মাটিগুলো রৌদে গরমে শক্ত হয়ে রাস্তায় পড়ে থাকছে। রাস্তায় চলাচলকারী গাড়ি নিচে মাটিগুলো পৃষ্ট হয়ে হচ্ছে তীব্র ধূলা। আর এই ধূলায় জনজীবন হচ্ছে অতীষ্ঠ। এগুলো যেন দেখার কেউ নেই”।
    নাম প্রকাশে অনি”ছুক এক ব্যাক্তি অভিযোগ করে বলেন, ” এখন যে পুকুর খনন হচ্ছে, এইগুলো ভালো রাস্তা পুকুর খননের মাটি পরিবহণের কারণে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে। কিন্তু এখানে রাস্তা নিয়ে কারো কোন মাথা ব্যাথা নেই, এই ওয়ার্ডের মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান উপজেলা ইউএনও, উপজেলা সহকারী কমিশনার (ভূমি),উপজেলা প্রশাসন সহ কারু রাস্তা নষ্ট করার জন্য কোন প্রতিবাদ নেই । জনপ্রতিনিধি হিসেবে তাদের রাস্তা আরো নতুন করে ঠিক করে দেওয়ার কথা অথচ এইগুলো রাস্তা পুকুর খননের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এই দিকে কোন নজর নেই তাদের “।স্থানীয় মানুষদের মুখে থেকে জানা যায়,এগুলো পুকুর খনন করছেন ইব্রাহিম ও মেম্বার জহুরুল

    আরও খবর

    Sponsered content