• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ইসলামী ব্যাংকের নতুন ডিএমডি  দায়িত্ব নিলেন আকিজ উদ্দিন 

      পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:- ৮ এপ্রিল ২০২৩ , ৬:৫৭:১০ প্রিন্ট সংস্করণ

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আকিজ উদ্দিন চৌধুরী  দায়িত্ব গ্রহণ করেছেন।বুধবার (৫ এপ্রিল) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে আনুষ্ঠানিকভাবে আকিজ উদ্দিন এ দায়িত্ব গ্রহণ করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকটির কর্মকর্তারা। ব্যাংকটির গুরু দায়িত্ব পালনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

    এর আগে গত ২৯ মার্চ এক সভায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রামের পটিয়ার সন্তান মো. আকিজ উদ্দিনকে ডিএমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম মাসুদের ব্যক্তিগত সচিব।এদিকে, বুধবার অপর এক অনুষ্ঠানে ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবের ২৩তম মোটরসাইকেল বিজয়ী চাঁপাইনবাবগঞ্জ শাখার গ্রাহক সালেহা বেগমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

    ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত ড্র-এর মাধ্যমে সৌদি আরব প্রবাসী মো. রবিউলের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে সালেহা বেগম বিজয়ী হন। এ সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. আকিজ উদ্দীন, ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইং প্রধান মিফতাহ উদ্দীন, ফরেইন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত উল্যাহ্, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল এমরান এবং ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ উপস্থিত ছিলেন।

    আগামী ১৪ মে ২০২৩ পর্যন্ত চলমান এই ক্যাম্পেইনে পৃথিবীর যে কোনও দেশ হতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ইসলামী ব্যাংকে প্রেরিত ক্যাশ রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে প্রতিদিন ১ জন করে মোটরসাইকেল জিতে নিতে পারবেন।

     

    আরও খবর

    Sponsered content