• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    সাংবাদিকের নামে মানহানি মামলা, আদালতে হাজিরা না দেয়ায় সেই পিআইও নুরুন্নবীকে জরিমানা

      মোস্তাকিম রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি : ৮ এপ্রিল ২০২৩ , ৭:০০:৫১ প্রিন্ট সংস্করণ

    মানহানির দুই মামলায় গাইবান্ধার পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিনে হাজিরা না দেয়ায় বাদি পিআইও নুরুন্নবী সরকারকে পাঁচশত টাকা জরিমানা করেছেন আদালত। সময়ের আবেদন মুলে গড়হাজির থাকার কারণে এই জরিমানা করে আদালত তার সময়ের আবেদন মঞ্জুর করে।

    রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পিতবার ও বুধবার ( ৫ ও ৬ এপ্রিল) মামলা দুটির আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু দুইদিনেই দাপ্তরিক কাজের ব্যস্ততা দেখিয়ে আদালতে আবেদন করে সময়ের জন্য প্রার্থনা করেন বাদি নুরুন্নবী সরকার।

    পরে আদালতের বিচারক মো. রাজু আহম্মেদ শুনানি শেষে ৫০০ টাকা জরিমানা করে বাদির জমা দেয়া সময়ের আবেদন মঞ্জুর করেন। এসময় আদালতে বিবাদি যমুনা টেলিশিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশসহ ৫ সাংবাদিক উপস্থিত ছিলেন।

    এরআগে, গত ১৬ জানুয়ারি মামলা দুটির অভিযোগ গঠন এবং বাতিল চেয়ে করা আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি হয় একই আদালতে। এদিন মামলা থেকে অব্যাহতি চেয়ে সাংবাদিকদের পক্ষে আবেদনসহ নানা তথ্য-প্রমাণ দাখিল করা হয় আদালতে। পরে আদালত আদেশের জন্য গত ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য্য করেন।

    বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের পক্ষের আইনজীবী মো. ফরহাদ হোসেন লিটু বলেন, মামলা দুটির অভিযোগ গঠন শুনানিন্তে আদেশের ধার্য দুই দিনেই আদালতে বাদি অনুপস্থিত থাকেন। তিনি নাটোরে দাপ্তরিক কাজের ব্যস্ততার অজুহাত দেখিয়ে আদালতে সময়ের আবেদন করেন। এসময় বাদির গড়হাজির থাকায় আদালত ৫০০ টাকা জরিমানা করে তার সময় আবেদন মঞ্জুর করেন। তবে নতুন করে মামলা দুটির ধার্য তারিখ জানায়নি আদালত।

    তিনি আরও বলেন, দুই মামলার বিবাদি ৫ জনই গাইবান্ধা জেলায় সাংবাদিকতা করেন। পেশাগত কারণে ব্যস্ত সত্বেও তারা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। কিন্তু আদালতে বিচারক না থাকা ও বাদীর সময় আবেদনসহ নানা কারণে কয়েক দফা পিছিয়ে যায় অভিযোগ গঠনের আদেশ। সর্বশেষ গত ১৯ ফেব্রুয়ারি বাদি নুরুন্নবী সরকারকে শেষ বারের মতো সুযোগ দিয়ে তার সময়ের আবেদন মঞ্জুর করে আদালত।

    এদিকে, এ মামলায় হাজিরা দিতে গিয়ে আদালতের বারান্দায় বিবাদি জিল্লুর রহমান পলাশসহ পাঁচ সাংবাদিককে গালাগালা ও হুমকির ঘটনায় নুরুন্নবী সরকারের বিরুদ্ধে নন এফ. আই. আর প্রসিকিউশন মামলা করে আদালতে প্রতিবেদন জমা দেয় পুলিশ। গত ১২ মার্চ আদালতে হাজির হয়ে জামিন নেয় অভিযুক্ত পিআইও নুরুন্নবী সরকার। আগামি ২৬ এপ্রিল মামলার দিন ধার্য রয়েছে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে।

    প্রসঙ্গত, ঘুষ ও দুর্নীতিতে আলোচিত সুন্দরগঞ্জের সাবেক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকারের বিরুদ্ধে একাধিক প্রতিবেদন প্রচার করে যমুনা টিভিসহ বিভিন্ন গণমাধ্যম। তদন্তে আর্থিক দুর্নীতিসহ একাধিক অভিযোগের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে বিভাগীয় দুটি মামলাসহ লঘুদণ্ড দেয় অধিদফতর। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৯ সালের ১৫ অক্টোবর ১২ সাংবাদিকের বিরুদ্ধে রংপুর আদালতে মানহানির দুটি মামলা করেন নুরুন্নবী সরকার। আদালতের নির্দেশে তদন্ত শেষে সাত জনকে অব্যাহতি দিয়ে সাংবাদিক পলাশসহ পাঁচ জনের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয় পিবিআই।

    বর্তমানে নুরুন্নবী সরকার নাটোরের বাগাতিপাড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদে কর্মরত।

    আরও খবর

    Sponsered content