• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ২০ বছর পর সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা

      কামরুল ইসলাম চট্টগ্রাম: ৮ এপ্রিল ২০২৩ , ১০:১০:৫৩ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রামের হাটহাজারীতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম চৌধুরীকে (৭০) ২০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আবুল কালাম চৌধুরী উপজেলার চারিয়া কাজী পাড়ার মৃত আব্দুল লতিফ চৌধুরীর শুক্রবার (৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায় নগরীর চান্দগাঁও থানাধীন একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে ২০০৩ সালের ২৬ মে সকালে জামাল ও তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। তাদের এলোপাতাড়ি গুলি, কিরিচ ও দায়ের কোপে আবুল বশর, বাদশাহ ও কাশেমকে হত্যা করে জামাল ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। আসামি কালাম চেয়ারম্যান সকলের অস্ত্রগুলো জমা নিয়ে সেগুলো কলাপাতা দিয়ে মাটি চাপা দিয়ে রাখে এবং কিরিচগুলো খালের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় নিহতের ভাই মজ্জল মাস্টার বাদী হয়ে হাটহাজারী থানায় ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০ জন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। পরে আদালত আসামি আবুল কালাম চৌধুরীকে আদালত জামালকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
    তিনি আরও জানান, এ মামলার আসামি জামাল দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। বিষয়টি র‌্যাবকে অবহিত করা হলে গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। এক পর্যায়ে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন একটি ভাড়া বাসা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

    আরও খবর

    Sponsered content