• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    বাগেরহাটে ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টারে অভিযান,দুটি সিলগালা

      বাগেরহাটজ জেলা প্রতিনিধি : ১০ এপ্রিল ২০২৩ , ৪:০০:২০ প্রিন্ট সংস্করণ

    বাগেরহাটে ক্লিনিক ও ডায়াগণষ্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্হ্য বিভাগ। এ সময়ে শহরের মুনিগঞ্জস্হ কাজী প্রাইভেট ক্লিনিক এর ক্লিনিক পরিচালনার হালনাগাদ লাইসেন্স,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,প্রয়োজনীয় জনবল,ডিপ্লোমা নার্স না থাকা, ওটি রুম এর এনেসথেসিয়া মেশিন নষ্টের পাশাপাশি ওটি রুমে জীবন রক্ষাকারী ঔষধ মেয়াদোত্তীর্ণ অবস্হায় পাওয়া যায়। এই অপরাধে ক্লিনিকটির অপারেশন থিয়েটার রুম সিলগালা করে দেওয়া হয়।পরে রেলরোডস্হ প্রিন্স ডায়াগণষ্টিক সেন্টারে অভিযান চালালে সেখানে ভূঁয়া সার্টিফিকেটধারী ল্যাব টেকনিশিয়ান নিয়োগ,ল্যাবের কীট রাখা ফ্রিজের সঠিক তাপমাত্রা নিয়ন্ত্রন না করা,স্বলপমূল্যের কীট দিয়ে পরীক্ষানিরীক্ষা করে উচ্চমূল্য রাখা,অনুন্নত যন্ত্রপাতি ব্যবহার, সঠিক জনবল না থাকা,ল্যাবের কাগজপত্র হালনাগাদ না থাকা এবং চটকদার সাইনবোর্ডে বিভিন্ন ডাক্তারে নাম দিয়ে রোগীদের সাথে প্রতারনার অভিযোগে ল্যাব সিলগালা করে দেয় স্বাস্হ্য বিভাগ।১০ এপ্রিল দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জালালউদ্দিন।সদর উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ প্রদীপ বকশী,ডাঃ মেহেদী সহ স্বাস্হ্য প্রশাসনের অন্যান্যরা এসময়ে উপস্হিত ছিলেন। এ বিষয়ে সিভিল সার্জন জানান,দেশের সর্বাধিক গুরুত্বপূর্ন এই চিকিৎসা খাতে বাগেরহাট জেলার মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে বাগেরহাট স্বাস্হ্য বিভাগ সদা তৎপর,তারই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হলো।আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।

     

    আরও খবর

    Sponsered content