• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    হবিগঞ্জে হীরা -৯ ধানের মেঘা মাঠ দিবস

      সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার: ১০ এপ্রিল ২০২৩ , ২:৫২:২৯ প্রিন্ট সংস্করণ

    হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সোলাটেকা গ্রাম হিরা-৯ ধানের মেঘা মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। রবিবার বিকেলে সোলাটেকা গ্রামে মেঘা মাঠ দিবস অনুষ্টিত হয়।

    কৃষক জনাব বাচ্চু মিয়ার এর জমিতে সুপ্রিম সীড কোম্পানির বাজারজাতকৃত হীরা -৯ ধানের মেগা মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্টানে সভাপতিত্ব করেন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন আতাউর রহমান। সুপ্রিম সীড কোম্পানির সেলস অফিসার আল আমিন এর সঞ্চালনায়।স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম সীড কোম্পানির সেলস অফিসার জনাব সুমন দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম সীড কোম্পানির জোনাল ম্যানেজার কৃষিবিদ মশিউর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বীজ ব্যবসায়ী সেরুজ্জামান বাচ্চু।
    অনুষ্টানে প্রায় ১২০ জন কৃষক হীরা -৯ ধানের জমি পরিদর্শন করেন এবং কৃষক বাচ্চু মিয়া উনার জমিতে হীরা -৯ ধানের বৈশিষ্ট্য গুলো কৃষকদের মাঝে তুলে ধরেন। এই জাতের বৈশিষ্ট্য গুলো হলো বোর মৌসুমে আবাদকৃত মাজারী মোটা ধান। হীরা -৯ ধান চারা বপন থেকে জমি কাটা পর্যন্ত ১৫০ দিন সময় লাগে। লম্বা শীষ। শীষের দের্ঘ্য প্রায় ১১ ইঞ্চি। বি এল বি প্রতিরোধী, কার্যকরী কুশির সংখ্যা বেশী। ফলন প্রতি শতকে ১ মন। অনান্য জাতের চেয়ে রোগ বালাই কম।

    প্রধান অতিথি কৃষিবিদ মশিউর রহমান ধানের আধুনিক চাষাবাদ পদ্ধতি রোগ ও পোকার আক্রমণ হলে করনীয় কি হীরা -৯ ধানের বিশেষ গুনাগুন তুলে ধরেন। তারপর উনি সুপ্রীম সীড কোম্পানির বাজারজাত কৃত আরেকটি চিকন ধান সুরভী -১ এর বৈশিষ্ট্য গুলো তুলে ধরেন। উপস্থিত কৃষকরা জমির ধান দেখে খুবেই খুশি এবং আগামীতে এর চাষাবাদ করবেন বলে জানান। পাশাপাশি সুপ্রিম সীড কোম্পানির উত্তরউত্তর সমৃদ্ধি কামনা করেন।

    আরও খবর

    Sponsered content