• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক দুরন্ত পরিবারের ইফতার মাহাফিল ও আলোচনা সভা সম্পন্ন

      কামরুল ইসলাম চট্টগ্রাম: ১১ এপ্রিল ২০২৩ , ৬:৩৩:৩৩ প্রিন্ট সংস্করণ

    সত্যের সন্ধানে প্রতিদিন এ শ্লোগান নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে অনলাইনে সামাজিক যোগাযোগ এর অন্যতম মাধ্যম দৈনিক দুরন্ত নিউজ পোর্টাল।এতে সকল অফসিয়াল দায়িত্বশীলদের নিয়ে  ১০এপ্রিল সোমবার সন্ধা ৪টার সময় কক্সবাজার মেরিন ড্রাইব রোড হিমছড়ি সাম্পান হোটেল রেস্তারাতে এক ইফতার মাহাফিল ও পোর্টালে মানোন্নয়ন এর লক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা দায়রাজজ আদালত এর লিগ্যেল টেকনোলজি অফিসার এডভোকেট শফিক উল্লাহ সাঈদ সম্পাদক “দৈনিক দুরন্ত”।প্রধান মেহমান হিসেবে ছিলেন,দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা ও আই ভিশন টিভির চট্রগ্রাম বিভাগীয় প্রধান “দৈনিক দুরন্ত” পোর্টালের নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম।প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থার চট্রগ্রাম লোহাগড়া উপজেলার সাধারণ সম্পাদক দৈনিক চট্রগ্রাম পাতা এর রিপোর্টা, দুই বাংলার মেইল বন্ধনে ভারতের সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এক্সপ্রেস এর লোহাগড়া প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ সেলিম উদ্দিন ও বাংলাদেশ নারী সাংবাদিক সংস্থার চেয়ারম্যান ব্রীথি মোস্তাফা সহ জাতীয়া দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া প্রতিনিধি ‘দৈনিক দুরন্ত’র” ব্যবস্থাপনা সম্পাদক তরুণ সাংবাদিক ওমর ফারুক সহ প্রমূখ।

    এতে ইফতার মাহাফিল শেষে পোর্টালের মানোন্নয়ন এর লক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হয়,সভায় বক্তারা বলেন, সংবাদপত্র শুধু তথ্যসেবা নয়, নিঃসন্দেহে একটি পণ্যও বটে। কারণ, এর আধেয় বা সংবাদ বিক্রি হয়। পাঠক তার পছন্দের পত্রিকা কিনে পড়ে। বাজার অর্থনীতির ভাষায় যা বেচাকেনা হয় তা অবশ্যই পণ্য। তবে খবর বাজারজাতকরণে খুবই সম্ভাবনাময় এ শিল্পের ব্যাপারে অনেকে এখন ধরেই নিয়েছে, বেগবান প্রযুক্তির যুগে ছাপানো পত্রিকা আর চলবে না।ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রতিটি দৈনিকের প্রচারসংখ্যা কমতেও শুরু করেছে। কেননা, মানুষ এখন খবর পড়ার চেয়ে খবরের ভিডিও কনটেইন দেখে দ্রুত সংবাদের পুরোটা জেনে নিতে চায়; যার বেশ খানিকটা চাহিদা মেটাচ্ছে বেসরকারি টিভি চ্যানেলগুলো। কিন্তু টিভি সেটের সামনে বসে খবর দেখার দর্শকও এখন কমছে।যার জন্য দৈনিক দুরন্ত নতুন ছমক নিয়ে সবার মাঝে সত্যের সন্ধানে প্রতিদিন খবর পৌঁছাতে চলে আসে।সে বিষয়ে সকল প্রতিনিধি শুভাকাঙ্ক্ষীদের জানাই আগামী রোজার ঈদে আপনার বিজ্ঞাপন এর মাধ্যমে বাজারে ইপেপার আসবে, এতে সকল সংবাদকর্মীকে নিয়মিত নিউজ দিয়ার ও ঈদ উপলক্ষ করে বিজ্ঞাপন দিয়ার আহ্বান জানান।

    আরও খবর

    Sponsered content