• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    বড়লেখা’র নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনে সকলের পরিচিত মুখ বীর মুক্তিযোদ্ধা সন্তান শুভাশিস দে (শুভ্র)

      অজিত দাস,ব্যুরো চীফ সিলেট প্রধান : ১২ এপ্রিল ২০২৩ , ৪:০৭:০৬ প্রিন্ট সংস্করণ

    বাংলাদেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন ”উদীচী শিল্পীগোষ্ঠী” ও ”তারুণ্য নাট্য গোষ্ঠী” বড়লেখা উপজেলার সফল সাধারণ সম্পাদক হিসেবে যার ডাইনামিক পরিচালনায় (বড়লেখা উদীচী শিল্পীগোষ্ঠী ও তারুণ্য নাট্য গোষ্ঠী) সফলতার সহিত প্রতিটি প্লাটফর্মে নিয়মিত পারফর্ম করছে যা সংস্কৃতি অঙ্গনে বহুদূর এগিয়ে যাচ্ছে এবং নিজেদের পারফরমেন্স তুলে ধরছে বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী ও নাট্যকারদের রিপ্রেজেন্ট এর মাধ্যমে তাদের অভিনয় ও প্রতিভা প্রদর্শন করে।

    কাজেই বড়লেখা উপজেলায় বর্তমান সময়ে সাংস্কৃতিক জগতে একজন দক্ষ সংস্কৃতিবান ব্যক্তিত্ব যদি থাকেন তিনি হচ্ছেন শুভাশিস দে (শুভ্র) বড়লেখা উপজেলায় সংস্কৃতিচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে ”বড়লেখা উদীচী শিল্পীগোষ্ঠী” ও ”তারুণ্য নাট্য গোষ্ঠী” পরিচিতি লাভ করতে পেরেছে আর সেই প্রচার ও প্রসারের লক্ষে নিরলস প্রচেষ্টায় ও কনটেন্ট তৈরিতে গুরুত্বপূর্ণ পৃষ্ঠপোষক হিসেবে তার মেধা ও প্রতিভার সমন্বয়ে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে বিশেষ অবদান রেখে যাচ্ছেন।

    উল্লেখ্য যে গত স্বাধীনতার মাস মার্চ উপলক্ষে ৪ দিন ব্যাপী সফলভাবে বড়লেখায় যেই নাট্য উৎসবের আয়োজন করা হয়েছিল এটার প্রধান সমন্বয়কারী ও বাস্তবায়নকারী তিনি ছিলেন এমনকি উদীচী’র মাধ্যমে বড়লেখা’র ইতিহাসে প্রথম নৃত্য কর্মশালার আয়োজন তাহার অনন্য সাংস্কৃতিক দক্ষতার আরেকটি চমৎকার নিদর্শন।

    প্রত্যাশা রাখি, তাহার হাত ধরে সুসংগঠিতভাবে ”বড়লেখা উদীচী শিল্পীগোষ্ঠী” ও ”তারুণ্য নাট্য গোষ্ঠী” পরিবার আগামীতে সামনের দিকে আরো এগিয়ে যাবে সেই স্বপ্ন।

    আরও খবর

    Sponsered content