• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    আমার মতো আমি

      মো: জাহেদুল ইসলাম আল রাইয়ান ১৩ এপ্রিল ২০২৩ , ৬:২৭:৩৭ প্রিন্ট সংস্করণ

     

    আমি কারো নিকট ভালো, দিনের আলোর মতো।
    কারোর নিকট অনাসৃষ্টি, রাত্রি কালো যত।
    কারোর নিকট বেঁচে থাকার আশা,
    কারো নিকট ভরসা।
    কারো নিকট তপ্ত রৌদ্র,কারো নিকট বর্ষা।
    কারো নিকট পেলাম আদর, কারো নিকটে তিরস্কার।
    যেমনি হোক এই জীবনে, দুটোই আমার পুরস্কার।
    কে লিখলো নাম মনেতে , কেউ করলো হৃদয় টুকরো।
    কেউ দিলো শুধু ঘৃণা আর ঘৃণা, আবার কেউ বাঁধন বাঁধলো স্নেহের।
    কেউ কেউ বলে ভীষণ ভালো,আবার কেউ কেউ বলে সর্বনাশী।
    কেউ ছেড়ে যায় সবটা পেয়েও,আবার কেউ না পেয়েও বলে ভালোবাসি।
    কেউ বলে আমিই স্বপ্ন, কেউ বলে আমিই সুখ।
    কেউ বলে অনেক মন্দ, আবার কারো কারো কাছে আমিই দুখ।
    কারো গল্পের নায়ক আমি, কারোর গল্পে খলনায়ক।
    কারো গল্পে শান্তি, আবার কারো গল্পে বেদনাদায়ক।
    কেউ বলেছে ঈশ্বরতুল্য, কারো কাছে মূল্যহীন বালি সমতুল্য।
    কারো নিকট ভোরের আকাশ মেঘলা বাতাস, কারো নিকট বেদনা দায়ক বিরক্তিকর বজ্রপাত।
    কারো নিকট আমিই স্বপ্ন, কারো নিকট নিদ্রাহীন রাত।
    কারো নিকট ফুলের ন্যায় চরিত্রবান, কারো নিকট বেহায়া, চরিত্রহীন।
    কারো নিকট সহায়ক, কারো নিকট অবিশ্বস্ত।
    কারো নিকট আমি উদার, কারো নিকট ভীষণ কষ্ট যন্ত্রণা।
    অতঃপর আমার মতো আমি, যে যা ইচ্ছা ভাবতে থাকুক।
    কেউ ছুঁড়ে ফেলে দিক আমায়, চাইলে মনে রাখুক কেউ।

    লেখার সময় তার ১০:০২ মিনিট
    তারিখ ১৩/৪/২৩ইং

    আরও খবর

    Sponsered content