• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    চট্টগ্রাম সিটিতে যেসব স্থানে বিদ্যুৎ থাকবে না জুম্মাবার ও শনিবার

      কামরুল ইসলাম চট্টগ্রাম ১৩ এপ্রিল ২০২৩ , ৬:৩০:১৩ প্রিন্ট সংস্করণ

    জুম্মাবার ও শনিবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য ১৪ ও ১৫ এপ্রিল ২০২৩ নিম্নোক্ত স্থান ও সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য চট্টগ্রামের আগ্রাবাদ ও ষোলশহরের আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় ও স্থান: ১৪ এপ্রিল ২০২৩ (জুম্মাবার ) সকাল ৬টা থেকে সকাল ৯টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-আগ্রাবাদ এর আওতাধীন ৩৩ কেভি ফিডার নং- আগ্রাবাদ-বাংলাবাজার ৩৩ কেভি ।[ বি.দ্র- আগ্রাবাদ-মাদারবাড়ী ৩৩ কেভি লাইনের মাধ্যমে বাংলাবাজার ৩৩/১১ কেভি উপকেন্দ্র চালু থাকবে]।
    বিক্রয় ও বিতরণ বিভাগ-আগ্রাবাদ এর আওতাধীন ১১ কেভি ফিডার আগ্রাবাদ- ১৩ ও ১৫ বাংলাবাজার-০৯, শেখ মুজিব রোড (পূর্ব পাশ), কর্ণফুলি মার্কেট, পানওয়ালা পাড়া, সুপারিওয়ালাপাড়া, সুলতান কলোনি, দাইয়াপাড়া, পুরাতন এক্সেস রোড, হাড্ডি কোঃ, ও আশপাশের এলাকা। শিশু হাসপাতাল, বহুতলা কলোনি, আজিজ মিঞা গোডাউন, জাম্বুরী কলোনি, কে. বি দোভাষ লেইন, গোসাইলডাঙ্গা, বনানী, বারিক বিল্ডিং মোড়, গোসাইলডাঙ্গা (স্টক এক্সচেঞ্জ সংলগ্ন), রশিদ বিল্ডিং-১ নং গলি, রশিদ বিল্ডিং-২নং গলি, ডি.টি. রোড, রেলওয়ে কলোনি, পানির টাংকি, বাংলাবাজার, পানবাজার, মাঝিরঘাট, কে.বি দোভাষ লেইন, কমার্স কলেজ, মোগলটুলি পাঠানটুলি, গায়েবী মসজিদ, নজির ভান্ডার লেইন, দাম্মা পুকুর পাড়, মগপুকুর পাড়, মৌলভী পাড়া, হাজী পাড়া, বাদামতলী, সালেহ আহমেদ চেয়ারম্যান লেন, চৌমুহনী, মিস্ত্রিপাড়া, আসকারাবাদ ও আশপাশ এলাকা ।
    ১৫ এপ্রিল ২০২৩ (শনিবার) সকাল ৬টা থেকে সকাল ১১টা: বিক্রয় ও বিতরণ বিভাগ-ষোলশহর এর আওতাধীন মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র মুরাদ-০৩ নং ফিডারের অধীনে সামার হিল, খ্রিস্টান কবরস্থান, পিলখানা, ফরেস্ট গেট, ১ নং রেল গেট, মুরাদপুর, মোহাম্মদপুর, এশিয়া হা/সো, নিউ চান্দগাঁও হা/সো, ষোলকবহর, বহদ্দারহাট ও সংলগ্ন এলাকাসমূহ ।

    কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা।

    আরও খবর

    Sponsered content