• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    হাস্য-রসাত্মক গল্পে বিটিভির নাটক ‘পান্তা ভাতে ঘি’

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৩ , ৮:৫৬:০৬ প্রিন্ট সংস্করণ

    ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘পান্তা ভাতে ঘি’। এস এ হক অলিকের রচনায় এটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান। প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টায়। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান, মানসী প্রকৃতি, স্নিগ্ধা, শেলী আহসান, ম আ সালাম, রনি, উপমা, বিধান ও আতাউর রহমান।

    নাটকের গল্পে দেখা যাবে- রাতুলের মা তার ভাইয়ের মেয়ে নীলাঞ্জনার সঙ্গে রাতুলের বিয়ে ঠিক করে। এটা তার পরিবারের সবাই জানলেও রাতুল জানে না। এদিন হঠাৎ করেই রাতুল ব্যান্ড বাজিয়ে, ঘোড়ার গাড়িতে চেপে বউ নিয়ে বাড়িতে হাজির হয়। মা খুব রেগে যায় তাকে না জানিয়ে অন্য মেয়েকে বিয়ে করে আনায়। নীলাঞ্জনাও কষ্ট পায়। রাতুলের মা যখন রেগে গিয়ে রাতুলকে ত্যাজ্যপুত্র ঘোষণা করতে চায় তখন রাতুল রহস্যের উন্মোচন করে।

    রাতুল জানায়, সে এভাবে তার ২৭তম জন্মদিন উদযাপন করে সবাইকে চমকে দেয়ার জন্য এ পন্থা অবলম্বন করেছে। এদিকে চন্দনা রাতুলের বন্ধু। রাতুলের বাড়ির সকলের সঙ্গেই চন্দনার ভালো সম্পর্ক। তবে রাতুল আর চন্দনার সম্পর্ক সাপে-নেউলে। একজন আরেকজনকে বিপদে ফেলতে পারলে মজা পায়।

    এদিকে, রাতুলের মা আর নীলাঞ্জনার বাবা মিলে নীলাঞ্জনার সঙ্গে রাতুলের বিয়ে দেয়ার পরিকল্পনা করে। এ কথা জানতে পেরে চন্দনা দুঃখ পায়। তখনই জানা যায় চন্দনা রাতুলকে ভালোবাসে। কিন্তু রাতুল চন্দনাকে পাত্তা দেয় না। এরপর চন্দনা নীলাঞ্জনাকে রাতুলের বউ হিসেবে সাজিয়ে দিতে চায়। ঘটতে থাকে হাস্য-রসাত্মক নানা নাটকীয় ঘটনা।

    নাটকটি প্রসঙ্গে অভিনেত্রী মানসী প্রকৃতি বলেন, পারিবারিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে। এখানে পারিবারিক দ্বন্দ্ব-প্রেম সবই রয়েছে। গল্পে আছে নতুনত্ব। আমার বিশ্বাস ঈদ আনন্দে নাটকটি বাড়তি মাত্র যোগ করবে।

    আরও খবর

    Sponsered content