• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    বান্দরবানে  আলোচনা সভা,খেলাধূলা, শিক্ষা সামগ্রী বিতরণ পিঠা উৎসব ও মনো: সাংস্কৃতিক অনুষ্ঠান

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৫:০১:২০ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এর আয়োজনে রেইচা থলি পাড়া, তালুকদার পাড়া, টিএনটি পাড়া, যৌথখামার পাড়া উৎসব উদযাপন কমিটির সহযোগিতায় বান্দরবানে মাহা সাংগ্রাই পোয়েঃ ১৩৮৫ সাক্ক্রস উপলক্ষে আলোচনা সভা,খেলাধূলা, শিক্ষা সামগ্রী বিতরণ পিঠা উৎসব ও মনো: সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৭এপ্রিল সোমবার দুপুরে রেইচা থলি পাড়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বর্ণাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংগ্রাই উৎসবকে প্রাণবন্ত উৎসবমুখর করে তুলেছেন এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান উঃ ক্যশৈহ্লা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
    বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মিনী ড কিকিএ। সাংগ্রাইং উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও ৩নং বান্দরবান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উ অংসাহ্লা মারমা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বিশিষ্ট কবি লেখক সিং ইয়ং ম্রো,
    বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্টি ইনস্টিটিউট এর পরিচালক মং নু চিং মারমা, বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্টি ইনস্টিটিউট এর (ভারপ্রাপ্ত)পরিচালক লীলা মুরুং,বান্দরবান সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাইলং মারমা,১নং রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা,২নং কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা, ৪নং সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা, ৫নং টংকাবতি ইউপি চেয়ারম্যান মাংয়াং ম্রো প্রদীপ, ৬নং জামছড়ি ইউপি চেয়ারম্যান ক্যসিং শৈ মারমা, ৩নং বান্দরবান সদর ইউপির সাবেক চেয়ারম্যান সা শৈ প্রু সাবু, সাংবাদিক মুহাম্মাদ আলী, ৩নং বান্দরবান সদর ইউনিয়নের ১নং প্যানেল চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বিরল তঞ্চঙ্গ্যা (প্রকাশ বিরলাল), ২নং প্যানেল চেয়ারম্যান ও ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মিসেস প্রুসাং থুই মারমা, ৩নং প্যানেল চেয়ারম্যান ও ৫নং ওয়ার্ডে প্রথম বারের মতো নির্বাচিত ইউপি সদস্য মো: হানিফ, ৩নং বান্দরবান সদর ইউপি’র ১,২,৩নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মিসেস প্রুসাং থুই মারমা, ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার পুষ্পবতী তঞ্চঙ্গ্যা, ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মিসেস মিচিং প্রু মারমা (মেয়ই), ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শৈ সিং মারমা, ৪নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ইউপি সদস্য অজিত তঞ্চঙ্গ্যা, ৬নং ওয়ার্ডে তৃতীয় বারের মতোনির্বাচিত ইউপি সদস্য জগদীশ ত্রিপুরা, ৭নং ওয়ার্ডে নির্বাচিত ইউপি সদস্য মনছুর আলম, ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য চনুমং মারমা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য গং বুসে মার্মা (পুলু),গ্রাম পুলিশগন, সদর ইউনিয়নের বিভিন্ন এলাকার পাড়া কারবারী,এলাকার প্রবীন মুরব্বী স্থানীয় জনসাধারণ সচেতন নারী ও পুরুষ সকল পেশার মানুষ এবং ক্ষুদ্র নৃ-গোষ্টি সম্প্রদায়ের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

    এসময় পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আগামীদিনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান প্রধান অতিথি ক্যশৈহ্লা।

    মৈত্রি পানি বর্ষন উৎসবের সময় তরুন-তরুণীরা নির্ধারিত মঞ্চে অবস্থান করে। তরুণীদের সামনে বিভিন্ন পাত্রে বা জলাধারে জল রাখা থাকে। এক একজন তরুণ একজন তরুণীর দেহে জল ছিটায়। আর ঐ তরুণীও ঐ তরুণের দেহে পাল্টা জল ছিটিয়ে তার প্রতি উত্তর দেয়।

    পাহাড়ের চাকমা সম্প্রদায়রা এই উৎসবকে বিঝু, মারমা’রা সাংগ্রাই এবং ত্রিপুরারা বৈসু বা বৈসুক বলে। ত্রিপুরাদের বৈসুর (বৈ), মারমাদের সাংগ্রায়ের (সা) চাকমাদের বিঝুর (বি) থেকে “বৈসাবি”। মারমা সম্প্রদায়ের কাছে বর্ষবরণের এই উৎসব “সাংগ্রাই” নামে পরিচিত।

    আরও খবর

    Sponsered content