• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    ১৫০-টি বিরিয়ানির প্যাকে রোজাদারের হাতে তুলে দিলেন রাজমিস্ত্রী কিশোর আক্তারুল

      প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৩ , ৫:৫০:৪৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ শফিয়ার রহমান পাইকগাছা খুলনা বিশেষ প্রতিনিধি :-

    ঝিনাইদহ কালিগন্জ উপজেলার, মাসলিয়া গ্রামের একজন দিনমজুর রাজমিস্ত্রি জোগাড়ের, কিশোর আক্তারুল।
    জীবনের প্রতিটা ক্ষেত্রে ভরসা রাখতে হবে আল্লাহর উপর। পৈত্রিক সূত্রে পাইনি কোন ভিটাবাড়ি, জীবিকার তাগিদে খুব ছোটবেলা থেকেই রাজমিস্ত্রীর যোগাড়ের কাজ করে মা বাবা প্রতিবন্ধী বোনের ভরনপোষণ সহ ছোটভাই সামিউলের লেখাপড়ার দায়িত্ব নেন কিশোর আক্তারুল। টাকা পয়সা থাকলেই মানুষ মানুষকে খাওয়াতে পারে না আত্বা লাগে এমনটাই শিখিয়ে দিলো কিশোর আক্তারুল। আজ ২৪ রমজান মসজিদে ইফতার পরবর্তী ১৫০ মুসল্লীদের মাঝে বিরিয়ানির প্যাকেট হাতে দিয়ে সকল মুমিন মুসল্লিদের কাছে দোয়া চেয়েছে । অনন্য নজির স্হাপন করলেন কিশোর আক্তারুল। তিনি ঝিনাইদহ কালিগন্জ উপজেলার মাসলিয়া গ্রামের মোক্তার হোসেনের ছেলে। সে পৈত্রিক সূত্রে ২ কাঠা ভিটাবাড়ীর জমিও পাইনি কিন্তু অদম্য পরিশ্রমী আক্তারুল রাজমিস্ত্রীর কাজ করে ৪ কাঠা জমি কিনে, একটি টিনশেড বাড়ি নির্মান করে স্বপরিবারে বসবাস করছেন। এছাড়াও পরিশ্রমের টাকায় মাঠে ৪ বিঘা ফসলি জমি বন্ধক রেখে তাতে ফসল ফলান ছোট ভাইকে লেখাপড়ার খরচ যোগান। প্রতিবছরের ন্যায় এবারও মসজিদের সকল মুসুল্লিদের ছোলা মুড়ি চপ সরবত ও বিভিন্ন ফলফলাদি দিয়ে ইফতার এবছরের নাই আল্লাহ তা’আলা বিরিয়ানি দিয়েই ইফতারি দেওয়া তৌফিক দিয়েছে। মহাত মানুষের পরিচয় দিলেন।

    কিশোর আক্তারুল জানান ৩০ টি লেয়ার মুরগীতেই একটু টাকা বেশি গেছে সব মিলিয়ে ২৬/২৭ হাজার টাকা খরচ। আমার না হয় দু মাসের কামাই তাতে কি আল্লাহ বরকত দান করবেন আমিন।

    আরও খবর

    Sponsered content