• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    রাজশাহীতে অতিরিক্ত রোদের কারণে পানের গাছের মাথা পুড়ে যাচ্ছে

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ৭:২৩:০৩ প্রিন্ট সংস্করণ

    মো আকাশ ইসলাম রাজশাহী জেলা প্রতিনিধি:

    রাজশাহী পুঠিয়া উপজেলা ভালুকগাছি চকপাড়া গ্রামে দেখা মিলেছে অতিরিক্ত রোদের কারণে পানের গাছের মাথা পুড়ে যাচ্ছে। এতে পান বরজের ক্ষতি ও পান বরজ মালিকের ও ক্ষতি। ভালুকগাছিতে অনেক পান বরজের এমন ক্ষতি হয়েছে। ভালুকগাছি চকপাড়ার মো: নুরহাসান নামের এক পান বরজ মালিক জানান যদি বৃষ্টি হতো তাহলে এমনটা হতো না।

    যদি বৃষ্টি না হয় তাহলে পান বরজ মরে শেষ হয়ে যাবে। অসহায় হয়ে পড়বেন পান বরজ মালিকরা।অনেক মানুষ অনেক টাকা রিন করে পান বরজ লাগাইছেন।যদি পান বরজ মরে যায় তাহলে লসের ভাগে পড়বেন।

    আরও খবর

    Sponsered content