• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বরিশালে ভোক্তা অধিকারের অভিযানে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৩ , ১২:০৪:১৯ প্রিন্ট সংস্করণ

    জামাল কাড়াল বরিশাল ব্যুরো প্রধান:-

    বরিশাল মহানগরীর নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনাল এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ প্রচারনামূলক অভিযান পরিচালনা করা হয়। এছাড়া নগরীর নথুল্লাবাদ ও বটতলা এলাকায় তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ০৪ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় আজ ২০ এপ্রিল বৃহপতিবার দুপুরে।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা -অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব অপূর্ব অধিকারী এবং বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুমি রানী মিত্র।
    সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

    আরও খবর

    Sponsered content