• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে নিজ নিজ গৌনতব্যে ছুটছে ঈদ উৎসবমুখর মানুষ

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৩ , ৯:৪৯:৪২ প্রিন্ট সংস্করণ

    চট্রগ্রাম জেলা প্রতিনিধি,আহমদ রেজা:-

    আগামীকাল পবিত্র ঈদুল ফিতর ঈদ উৎসবমুখর মানুষ গুলো ছুটছে পরিবাবরের সাথে ঈদের আমেজ নিয়ে। ২৪ শে রমাজানের পর ও রোদের তাপমাত্রা কিছুটা বাড়লে ও চট্রগ্রাম শহরে ৩১’ ডিগ্রী সেঃসি তাপমাত্রা তার চায়তে বেশি গরম তার মধ্যে কেনাকাটায় ব্যস্ত মানুষ। রোজাদার ও ঈদ উৎসবী জন সাধারণ। আগামীকাল বিশ্ব মুসলমানের খুশির দিন পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর এবার ঈদের আনন্দের ছুটিতে ছুটছে ঘরমুখো মানুষ। চট্রগ্রাম নতুন ব্রীজ (শাহ আমানত সেতু পর পিএবি সড়ক যানজট নিরাসনের প্রশাসনিক কঠোর নিরাপাত্তার ঈদগামী জনসাধারণের ভোগান্তি কিছুটা সুস্তির আভাস জন সাধারণ জানায় গত বছরের চায়তে এবার সল্প যানজট থাকলে প্রসাশনিক ট্রাফিকপুলিশ ও গ্রাম পুলিশ নিজ দায়িত্ব যানজট নিরাসন করতে সক্ষম হয় বলে জানান। সেই সাথে পিএবি সড়ক পটিয়া,আনোয়ারা,বাঁশখালী ও চট্রগ্রাম গামী সড়ক যানবাহন এবার যানজট নিয়ন্ত্রণে নামছে গ্রাম পুলিশ,গ্রাম পুলিশ , সেই সাতে এবার নতুন নিয়মে নামছেন চাতুরী ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব রাশেদ নেওয়াজ (ছোট্ট) নিজে পিএবি সড়কে দীর্ঘ যানজট দেখে। যানজট নিরাশনে নিজ দায়িত্ব পালন করেন। এ বিষয়ে জানতে চায়লে জানান ঈদ সকল মুসলমানের ঈদমানে খুশি ঈদমানে আনন্দ। সারা মাস রোজাদার রোজা রেখে ঈদের খুশিতে পরিবারের সাথে করতে যাবে। যদি আল্লাহ না করুন।যাতায়াতের বিভিন্ন সুবিধা অসুবিধায় পরতে পারে মানুষের মাঝে সব চায়তে বড় সমস্যা যানজট।তাই আমি আমার গ্রাম পুলিশ ভাই ও আনোয়ারা থানা এস আই নিজাম সাহেব সহ মিলে যানজট নিরাশনের পদক্ষেপ নিয়ে সড়ক যানজট নিরাশনে কাজ করছি যাত্রীর সুবিধায়াত্রে।কিন্তু জমার পর সিএনজি তে ৪০ টাকার ভাড়া ১০০ টাকা, বাস ২৫ টাকার ভাড়া ৫০ টাকা দিগুণ বেশি নিচ্ছে। শাহ আমানত ব্রীজ থেকে ভাড়া বাড়তি নেওয়া নিয়ে কথা পুলিশে জানান আমাদের কিছু করার নাই।নির্বাহী কর্মকর্তার দায়িত্ব। এ নিয়ে যাত্রীরা বাড়তি ভাড়া নিয়ে হিম সীম খাচ্ছেন প্রতিনিয়ত। আইনের দৃষ্টি আর্কষণ করে জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেন।

    আরও খবর

    Sponsered content