• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    জাফলং সীমান্তে চোরাকারবারীদের গুডফাদার হাসেম আহমেদ বিজিবির নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায় করছে

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ১:৫৩:১৯ প্রিন্ট সংস্করণ

    সিলেট (গোয়াইনঘাট) প্রতিনিধি:

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং সীমান্তে চোরাচালানের গডপাদার কে এই হাসেম তাঁর নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। ভারত বাংলাদেশ ব্যবসায়ীদের সাথে লিয়াজু করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সীমান্ত এলাকায় ভারতীয় নিষিদ্ধ পণ্য বাংলাদেশে আসছে নিরাপদে নেশা জাতীয় দ্রব্য মদ ইয়াবা ফেন্সিডিল কসমেটিক্স শাড়ি লুঙ্গি থ্রি পিস মোটরসাইকেল গাড়ির টায়ার গাড়ির পার্টস মোটরসাইকেল এর পার্টস সহ বিভিন্ন মালামাল সীমান্ত দিয়ে আসছে। আর বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে স্বর্ণের গোল্ড সহ বিভিন্ন মালামাল পাচার করে থাকেন।সীমান্তের ব্যবসায়ীদের সাথে আলাপ করলে ব্যবসায়ীরা জানান আমরা বিজিবির লাইনম্যান হাসেম আহমেদ কে ম্যানেজ করে ব্যবসা করতেছি এজন্য দিতে হয় মোটা অংকের টাকা। হাসেমের হাতে টাকা দিতে দেরি হলে আমাদের হুমকি-ধাম কি মার ধর করা হয়। টাকা দিতে দেরি হলে বা অস্বীকার করলে আমাদের মালামাল বিজিবি কে দিয়ে‌‌ ধরিয়ে দেয় হাশেম আহমেদ।‌

    জাফলং সীমান্তে চোরাচালানের গডপাদার হাসেম হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা ভারত থেকে আসা নিষিদ্ধ মদ ফ্রেন্সিডিল গাজা ইয়াবাসহ মরণ নেশা সেবনে ধ্বংস যুব সমাজ যুব সমাজ রক্ষার্থে এসব মাদক ব্যবসায়ী দের নির্মূলের ব্যবস্থা করতে সচেতন মহলের দাবি ।

    এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করার জন্য জানান সচেতন মহল। জাফলং সীমান্তের সাধারণ মানুষ তাদের ছেলেমেয়েকে নিয়ে দুশ্চিন্তায়, ধ্বংসের মুখর হতে কিভাবে ছেলে-মেয়ে দের রক্ষা করা । জাফলং সীমান্তে সিলেট জেলা প্রশাসন ও গোয়াইনঘাট থানা প্রশাসনের নজরদারি সবচেয়ে বেশি থাকা সত্বেও সবচেয়ে বেশি মাদক বিক্রি হচ্ছে ও প্রশাসনের নাকের ডগায় হাসেম এর চাঁদাবাজির সীমান্ত এলাকায়।

    এবিষয় জানতে সংগ্ৰাম ক্যাম্প কমান্ডারের মোঠুফোনে যোগাযোগ করা হলে তিনি জানান আমি এসবের কিছুই জানি না কে এই হাসেম তবে হাসেম বিষয়টি দেখছি তদন্তকরে সততা প্রমাণ হলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

    আরও খবর

    Sponsered content