• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    “সিলেটের গোয়াইনঘাটে সাংবাদিক রাজু’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৩ , ১০:১২:০৩ প্রিন্ট সংস্করণ

    গোয়াইনঘাট(সিলেট) প্রতিনিধি,

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে আসাম পাড়া হাওড় গ্রামে গত ৩০ মার্চ,২০২৩ সন্ধ্যা ৬.১২ ঘটিকার সময় মালদ্বীপ প্রবাসী মো.নুরুল হক খান’র বাড়ীতে ইফতারের দাওয়াতে যায় বৃহত্তর জৈন্তা ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক,দি নিউনেশন ও প্রতিদিনের সংবাদের জৈন্তা-গোয়াইনঘাট প্রতিনিধি মো.দুলাল হোসেন রাজু,সন্ধ্যা ৬.২০ ঘটিকার সময় ইফতার শেষের দিকে পূর্ব শুত্রæতার জের ধরে পরিকল্পিতভাবে অর্তকিত হামলা করে রাজু-কে প্রাণে হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে ইউপি সদস্য ইব্রাহিম খান ও তার পরিবারের লোকজন। এসময় ইউপি সদস্য ইব্রাহিম খান’র নির্দেশে সাংবাদিক রাজুর পকেটে থাকা ২০’হাজার ৫’শত টাকা জোড় পূর্বক ভাবে ছিনিয়ে নেয় ইব্রাহিম খান’র দুই ছেলে রাহাদ খান ও শাকিল খান। অত:পর সাংবাদিক রাজু’র সোর চিৎকার শোনে এলাকার লোকজন এগিয়ে আসেন রাজুকে তাদের হাত থেকে উদ্ধার করেন।পরদিন ৩১ মার্চ ২০২৩ রাজুর শারিরীক অবস্থার অবনতি হলে রাজু’র সহকর্মী গোয়াইনঘাট প্রেসক্লাব’র যুগ্ন সাধারণ সম্পাদক আলী হোসেন,সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হুমায়ুন আহমদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমানশাহ রাজু-কে গোয়াইনঘাট স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।গোয়াইনঘাট হাসপাতালের পরুষ বিভাগের ৪৭ নং কেবিনে ৩১ মার্চ ২০২৩ হইতে ৩ এপ্রিল২০২৩ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। এঘটনায় সাংবাদিক রাজু’র ভাই মো.আকবর হোসেন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে গত ১এপ্রিল ২০২৩ আসাম পাড়া হাওড় গ্রামের মৃত রুস্তম খান’র ছেলে ইউপি সদস্য ইব্রাহিম খান কে প্রধান আসামী করে আরো ৬ জনের নাম উল্লেখসহ অঞ্জাতনামা আরো ৪/৫ আসামী করে গোয়াইনঘাট থানায় একটি হত্যাচেষ্টা ও চুরির মামলা দায়ের করেন,মামলার আসামীরা হলেন ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ৭ নং ওয়াডের আসাম পাড়া হাওড় গ্রামের মৃত রুস্তম খান’র ছেলে ইউপি সদস্য ইব্রাহিম খান,আমির খান,ইনছান খান,আনোয়ার খান,ইব্রাহিম খান’র ছেলে রাহাদ খান,শাকিল খান,সানকী ভাঙ্গা গ্রামের ইউনুছ খান’র ছেলে সোলেমান খান। গোয়াইনঘাট থানার মামলা নং ১/৮৩(জিআর) তাৎক্ষনিক অবস্থায় গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবির এজাহারভুক্ত মামলার প্রধান আসামীর সাথে থাকা ২নং আসামী আমির খানকে গ্রেফতার করেন। অথচ মামলার প্রধান আসামী ইব্রাহিম খানকে গ্রেফতার না করে ইউপি সদস্য ইব্রাহিম খান-কে সাথে নিয়ে উক্ত মামলার ২নং আসামী আমির খান-কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন। এনিয়ে স্থানীয় লোকজন ও অন্যান্য আসামীদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হচ্ছে।সচেতন মহলের দাবি, দায়িত্ব পালনে পুলিশের অবহেলা আছে কিনা বিষয়টি খতিয়ে দেখবেন পুলিশের উর্ধ্বতন কতৃপক্ষ। স্থানীরা বলছেন গোয়াইনঘাট থানার এসআই ইমরুল কবির’র সাথে ইউপি সদস্য ইব্রাহিম খান’র স্বজনপ্রীতি রয়েছে একারণেই হয়তো ইব্রাহিম খান-কে গ্রেফতার করেনি।এ দিকে ঘটনার মূল আসামী গ্রেফতার না হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই শাহজাহান। বর্তমানে মামলাটি তদন্ত ভার গ্রহন করছেন এসআই শাহজাহান।এই মামলার অপর আসামী সোলেমান খান আদালতে জামিনের আবেদন করলে আদালত সোলেমান খান’র জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। সম্প্রতি সময়ে উক্ত মামলার সকল আসামীরা জামিনে রয়েছে। জামিন পাওয়া আসামীদের মধ্যে আমির খান,সোলেমান খান, ইউনুছ খান,আনোয়ার খান স্থানীয় গণমাধ্যমের কাছে নিজেদের নির্দোষ দাবি করে প্রকৃত আসামীদের শাস্থি দাবি করে বলেন, ইউপি সদস্য ইব্রাহিম খান,সাংবাদিক রাজু’র উপর হামলার পরার্মশ দাতা,তার দুই ছেলে.রাহাদ খান, শাকিল খান,ইনছান খান মোবাইল ফোনের মাধ্যমে আমাদের-কে ডেকে নিয়ে সাংবাদিক মো.দুলাল হোসেন রাজু’র উপর হামলা করেছে এবং রাজুকে রক্তাক্ত জখম করেছে। এই ঘটনার জন্য আমরা ক্ষমা প্রার্থী । আমরা ঘটনার মূল নায়ক ইব্রাহিম মেম্বারের শাস্তি দাবি করছি।

    আরও খবর

    Sponsered content